পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিলিগুড়িতে মৃত 2, কোরোনায় আক্রান্ত আরও 35 - COVID19

শিলিগুড়ি পৌরনিগম এলাকায় কোরোনায় আক্রান্ত হল আরও 35 জন।

Two more died in Siliguri
শিলিগুড়ি

By

Published : Jul 2, 2020, 1:47 AM IST

শিলিগুড়ি, 2 জুলাই : উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হল আরও দু'জনের । তাদের মধ্যে একজন পৌরনিগমের 44 নম্বর ওয়ার্ডের বাসিন্দা । আর একজন উত্তর দিনাজপুরের ডালখোলার বাসিন্দা । তার সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে । এদিকে শিলিগুড়ির পৌরনিগম এলাকায় নতুন করে কোরোনায় আক্রান্ত হল 35 জন ।

আক্রান্তরা কাদের সংস্পর্শে এসেছে সেই তালিকা তৈরির কাজ চলছে । পৌর কমিশনার সোনম ওয়াংডি ভূটিয়া জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শিলিগুড়িতে কয়েকটি বাজার বন্ধ রাখার পাশাপাশি একাধিক পদক্ষেপ করা হচ্ছে । যদিও প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে ।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য বলেন, ফের দু'জনের মৃত্যু হয়েছে । মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে । এর পাশাপাশি বুধবার কোরোনা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 46 জন ।

ABOUT THE AUTHOR

...view details