শিলিগুড়ি, 28 জুলাই : রাতভর প্রবল বৃষ্টি ৷ ক্ষতিগ্রস্ত শিলিগুড়ির দাগাপুর এলাকায় পঞ্চনই নদীর সেতু ৷ পাশাপাশি আংশিক ভেঙে গিয়েছে পাতিকলোনি এলাকায় অবস্থিত মাটিগাড়া ও প্রধাননগরের সংযোগকারী একটি অস্থায়ী সেতু ৷
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ির 2টি সেতু, বন্ধ যান চলাচল - শিলিগুড়ি
সারারাত বৃষ্টিতে জল বেড়েছে একাধিক নদীর ৷ জলস্তর বেড়ে গিয়ে এলাকার বেশ কিছু বাড়িতে জল ঢুকে যায় ৷ অতিরিক্ত জলের কারণে বিভিন্ন আবর্জনা এসে জমা হয়েছে সেতুটির উপর ৷
গতরাত থেকে টানা বৃষ্টি চলছে পাহাড়ে ৷ এর জেরে জল বেড়েছে একাধিক পাহাড়ি নদীর ৷ নদীর জলস্তর বেড়ে গিয়ে এলাকার বেশ কিছু বাড়িতে জল ঢুকে যায় ৷ অতিরিক্ত জলের কারণে বিভিন্ন আবর্জনা এসে জমা হয়েছে সেতুটির উপর ৷ এর জেরে বিপাকে স্থানীয় বাসিন্দারা ৷ সকালে প্রশাসনিক কর্তারা অস্থায়ী পাতিকলোনির লোহাপুল ও দাগাপুরে পঞ্চনই নদীর সেতু পরিদর্শন করেন ৷
অস্থায়ী লোহপুল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ৷ ফলে সংযোগ বিচ্ছিন্ন এলাকায় ৷ ঘুরপথে মাটিগাড়া থেকে শিলিগুড়ি আসছেন ওই এলাকার বাসিন্দারা ৷ প্রশাসনের তরফে খবর, সেতু দু'টি মেরামত করতে সময় লাগবে ৷ পাহাড়ে এখনও বৃষ্টি চলছে ৷ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে ৷