পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার 2 বিমলপন্থী মোর্চা নেতা - bagdogra aiport

বাগডোগরা বিমানবন্দরে পৌঁছতেই গ্রেপ্তার হলে বিমল পন্থী মোর্চার দুই কেন্দ্রীয় নেতা।

গ্রেপ্তার

By

Published : Apr 4, 2019, 4:02 PM IST

Updated : Apr 4, 2019, 4:50 PM IST

শিলিগুড়ি, ৪ এপ্রিল : বাগডোগরা বিমানবন্দরে পৌঁছাতেই গ্রেপ্তার হলেন বিমলপন্থী মোর্চার দুই কেন্দ্রীয় নেতা। তবে, সঠিক কী অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয় তা এখনও স্পষ্ট নয়। এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন পুলিশের শীর্ষ কর্তারা।

দিল্লি থেকে দার্জিলিং ফিরছেন বিমল গুরুং। এই খবর চাউর হতেই আজ সকাল থেকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় বাগডোগরা বিমানবন্দর। উপস্থিত হয়েছিলেন জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্তারা। যদিও শেষ অবধি দিল্লি থেকে দার্জিলিং ফেরার বিষয়ে পিছু হটেন বিমল গুরুং।

তবে, তাঁর দুই অনুগামী তথা মোর্চার কেন্দ্রীয় নেতা রোশন রাই ও যোগেন প্রধান দিল্লি থেকে দার্জিলিঙের উদ্দেশে রওনা দিয়েছিলেন। তাঁদের আসার খবর পুলিশের কাছে ছিল। এরপরই বাগডোগরা বিমানবন্দরে নির্দিষ্ট বিমান পৌঁছালে ওই দুই মোর্চা নেতাকে গ্রেপ্তার করা হয়। কড়া নিরাপত্তা বলয়ের মাঝে তাঁদের নিয়ে যাওয়া হয় বাগডোগরা বিমানবন্দর থেকে।

Last Updated : Apr 4, 2019, 4:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details