পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রেলের বেসরকারিকরণের প্রতিবাদে কার্শিয়ঙে বিক্ষোভ তৃণমূলের

দার্জিলিঙে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস । পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামীদিনে বড়সড় আন্দোলনে নামবে বলেও জানিয়েছে তারা ।

Tmc protest on privatization of railway

By

Published : Jul 7, 2020, 6:57 PM IST

দার্জিলিং, 7 জুলাই : রেলের বেসরকারিকরণের প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস । কার্শিয়ঙেও বিক্ষোভ দেখাল তারা । এল বি রাইয়ের নেতৃত্বে আজ সকালে কার্শিয়ং রেল স্টেশন চত্বরে পোস্টার, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখানো হয় । ছিলেন এন বি খাওয়াস, মিগ্মা ভুটিয়া, সম্পরিত ছেত্রী সহ হিল তৃণমূল কংগ্রেসের অন্য নেতারা । একই দাবিতে আজ সেবকেও বিক্ষোভ দেখায় তারা ।

এল বি রাই বলেন, "কেন্দ্রের ক্ষমতাসীন BJP নানা অছিলায় বাংলার তৃণমূল সরকারের সমালোচনা করে । অথচ কেন্দ্রীয় সরকার নিজেই একাধিক জনবিরোধী নীতি কার্যকর করে চলেছে । BJP সরকার মানুষের আশাপূরণে ব্যর্থ । রেলের বেসরকারিকরণের দিকে ঝুঁকেছে সরকার । ঘন ঘন বাড়ছে পেট্রল, ডিজ়েল ও রান্নার গ্যাসের দাম।" এই নিয়ে আগামীদিনে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে জানিয়েছেন তিনি ।

রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী বলেন, "কেন্দ্রীয় সরকারের জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে পাহাড়জুড়ে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা হচ্ছে । একইসঙ্গে দলীয় সংগঠনকে চাঙ্গা করতে করা হচ্ছে একাধিক পদক্ষেপ।"

সম্প্রতি 109টি রুটে 151টি প্যাসেঞ্জার ট্রেনের জন্য শুরু হয়েছে দরপত্র (রিকোয়েস্ট ফর কোয়ালিকেশনের) চাওয়ার প্রক্রিয়া। আর তারপর থেকেই রেলের বেসরকারিকরণ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় সরব হয়েছে একাধিক দল।

ABOUT THE AUTHOR

...view details