দার্জিলিং, 7 জুলাই : রেলের বেসরকারিকরণের প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস । কার্শিয়ঙেও বিক্ষোভ দেখাল তারা । এল বি রাইয়ের নেতৃত্বে আজ সকালে কার্শিয়ং রেল স্টেশন চত্বরে পোস্টার, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখানো হয় । ছিলেন এন বি খাওয়াস, মিগ্মা ভুটিয়া, সম্পরিত ছেত্রী সহ হিল তৃণমূল কংগ্রেসের অন্য নেতারা । একই দাবিতে আজ সেবকেও বিক্ষোভ দেখায় তারা ।
এল বি রাই বলেন, "কেন্দ্রের ক্ষমতাসীন BJP নানা অছিলায় বাংলার তৃণমূল সরকারের সমালোচনা করে । অথচ কেন্দ্রীয় সরকার নিজেই একাধিক জনবিরোধী নীতি কার্যকর করে চলেছে । BJP সরকার মানুষের আশাপূরণে ব্যর্থ । রেলের বেসরকারিকরণের দিকে ঝুঁকেছে সরকার । ঘন ঘন বাড়ছে পেট্রল, ডিজ়েল ও রান্নার গ্যাসের দাম।" এই নিয়ে আগামীদিনে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে জানিয়েছেন তিনি ।