দার্জিলিং, 22 জুলাই : জিটিএ (GTA) বা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে অনিত থাপার বোর্ডে জায়গা পেলেন জয়ী তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সভাসদরা । এই নিয়ে পাহাড়ের রাজনৈতিক মহলে জোর সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে । এর জেরে আরও একবার অনিত থাপার (GTA CEO Anit Thapa) ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার (BGPM) সঙ্গে তৃণমূল কংগ্রেসের সখ্যতা বা জোটের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে ৷ এই নিয়ে সুর চড়িয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি ।
বিনয় তামাং-সহ জিটিএ নির্বাচনে (GTA Elections 2022) জয়ী তৃণমূল কংগ্রেসের পাঁচ সভাসদ ছাড়াও কালিম্পংয়ের নির্দল তিন জয়ী প্রার্থীদেরও বোর্ডে জায়গা দেওয়া হয়েছে । কারণ, নির্বাচনের ফল ঘোষণার পরই ওই তিন সভাসদ অনিত থাপাকে সমর্থনের কথা জানিয়েছেন । মনে করা হচ্ছে, তার পুরস্কার হিসেবে ওই তিনজনকে বোর্ডে জায়গা দিলেন অনিত থাপা ।
সম্প্রতি পাহাড় সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chief Mamata Banerjee) ৷ তিনি জিটিএ-র নির্বাচনে জয়ী সভাসদদের শপথ গ্রহণ অনুষ্ঠানেও হাজির ছিলেন ৷ এর পর অনিত থাপার সঙ্গে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো ৷ সূত্রের খবর, তার পরই তৃণমূলের তরফে তাঁদের সভাসদদের জিটিএ-র বোর্ডের রাখার প্রস্তাব অনিতের কাছে রাখা হয় ৷ সেই প্রস্তাবই কার্যত গ্রহণ করেছেন জিটিএ-র সিইও ৷ তাছাড়া বোর্ডে ভালো ভালো বিভাগের দায়িত্বও দেওয়া হয়েছে তৃণমূল থেকে জয়ী সভাসদদের ৷
ওই বিষয়ে অনিত থাপা বলেন, "আমি আগেই বলেছি আমি রাজ্য সরকারের সঙ্গে মিলে কাজ করতে চাই । আমি প্রত্যেককে গুরুত্ব দেব । 21 জুলাইয়ের মঞ্চেও আমি বলেছি, আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই কাজ করব । সেজন্য প্রত্যেককে কাজে লাগানো হবে ।"