পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সুখবর ! দার্জিলিং চিড়িয়াখানায় জন্ম হল তিন স্নো লেপার্ড শাবকের - স্নো লেপার্ড

মা জিমা এবং বাবা নামকা স্নো লেপার্ড দম্পত্তির ওই তিন শাবক এখন মায়ের কোলে খেলে বেড়োচ্ছে । স্নো লেপার্ডের সংখ্যা বাড়ায় খুশির আমেজ চিড়িয়াখানা কর্তৃপক্ষের অন্দরেও । ওই তিন স্নো লেপার্ডের জন্মের ফলে পার্কে স্নো লেপার্ডের সংখ্যা বেড়ে হল 12 টি ।

দার্জিলিং চিড়িয়াখানায় জন্ম হল তিন স্নো লেপার্ড শাবকের
দার্জিলিং চিড়িয়াখানায় জন্ম হল তিন স্নো লেপার্ড শাবকের

By

Published : Apr 13, 2021, 10:55 PM IST

দার্জিলিং, 13 এপ্রিল : পাহাড়ে বিধানসভা নির্বাচনের রাজনৈতিক উষ্ণতা যখন চরমে, তখন পর্যটকদের জন্য সুখবর এনে দিল দার্জিলিং চিড়িয়াখানা কর্তৃপক্ষ । নতুন অতিথির আগমন হল দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্ক বা দার্জিলিং চিড়িয়াখানায় । রবিবার পার্কে জন্ম হয়েছে তিন স্নো লেপার্ড শাবকের ।

দার্জিলিং চিড়িয়াখানায় জন্ম হল তিন স্নো লেপার্ড শাবকের

মা জিমা এবং বাবা নামকা স্নো লেপার্ড দম্পত্তির ওই তিন শাবক এখন মায়ের কোলে খেলে বেড়োচ্ছে । স্নো লেপার্ডের সংখ্যা বাড়ায় খুশির আমেজ চিড়িয়াখানা কর্তৃপক্ষের অন্দরেও । ওই তিন স্নো লেপার্ডের জন্মের ফলে পার্কে স্নো লেপার্ডের সংখ্যা বেড়ে হল 12 টি । স্নো লেপার্ড কনজারভেশন ব্রিডিং প্রজেক্টের অধীনে ওই স্নো লেপার্ড দম্পত্তিকে আনা হয়েছিল । দীর্ঘ কয়েকমাসের প্রচেষ্টার পর তোপকেদাড়ায় তিন ফুটফুটে স্নো লেপার্ড শাবকের জন্ম দেয় জিমা । তিনটি শাবকই সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিড়িয়াখানার ডিরেক্টর ধর্মদেও রাই । সব ঠিক থাকলে খুব দ্রুত ওই তিন শাবককে পর্যটকদের সামনে নিয়ে আসা হবে । তবে সবেমাত্র জন্ম হওয়ায় এখন তাঁদের কড়া নজরদাড়িতে রেখেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ।

আরও পডু়ন : ক্যানসারে আক্রান্ত স্ত্রী, বেহালার সুরে স্বপ্ন বোনেন স্বপন

চব্বিশ ঘন্টা নজরদারি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে তাদের । পাশাপাশি বিশেষ দেখভালের ব্যবস্থা করেছেন পশু চিকিৎসক । তবে এখনও কেউ সামনে যেতে না পারায় শাবকদের লিঙ্গ নিয়ে খোলসা করা সম্ভব হয়নি । তবে যাই হোক বেঙ্গল সাফারি পার্কে রয়্যাল শাবকের জন্মের পর দার্জিলিং চিড়িয়াখানায় স্নো লেপার্ড শাবকের জন্ম উত্তরের পর্যটনে আলাদা মাত্রা এনে দেবে বলে মনে করছে পর্যটকমহল ।

ABOUT THE AUTHOR

...view details