পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এখন বাংলায় সিন্ডিকেট নেই : রবীন্দ্রনাথ ঘোষ

"এখন বাংলায় সিন্ডিকেটরাজ নেই।" বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

রবীন্দ্রনাথ ঘোষ

By

Published : Feb 21, 2019, 10:50 PM IST

শিলিগুড়ি, ২১ ফেব্রুয়ারি : "এখন বাংলায় সিন্ডিকেটরাজ নেই। তাই বিনিয়োগকারীরা রাজ্যে ফিরছেন।" শিলিগুড়িতে "দেশ গঠনে সংবাদমাধ্যমের ভূমিকা" শীর্ষক সভায় যোগ দিয়ে একথা বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

সভা শেষে সাংবাদিকদের বলেন, "শিল্প স্থাপনের একটা আদর্শ জায়গা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ দুই বঙ্গই। কারণ শিল্পপতিরা প্রথমেই দেখে ইলেকট্রিসিটি ঠিকঠাক আছে কি না। ইলেকট্রিসিটি আমাদের ঠিক আছে। একটা ইন্ডাস্ট্রি সেট আপের জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন। তারপর রাস্তাঘাট। শিলিগুড়ি থেকে কলকাতা, মুম্বই, দিল্লি যে রাস্তা হয়েছে তা খুব সুন্দর। এখানে অনেক কাঁচামালও রয়েছে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেশের ও বিদেশের শিল্পপতিদের এই রাজ্যে শিল্প স্থাপনের জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আবেদনও করেছেন।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তিনি আরও বলেন, "টানা ৩৪ বছরে এটা মরুভূমি হয়ে গেছিল। তখনকার বামফ্রন্ট সরকারের ভুল শিল্পনীতি, ভুল শ্রমনীতির কারণে শিল্পপতিরা এই এলাকা ছেড়ে ভিন রাজ্যে লগ্নি করেছিল। সেখান থেকে আসতে একটু সময় লাগবে। নতুন সেট আপ করা শুরু হয়েছে। আমরা আশা করছি, ২০২০-র মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা মিলে, বিভিন্ন এলাকা মিলে কমপক্ষে দুই লাখ কোটি টাকার লগ্নি হবে।"

তিনি আরও বলেন, "রাজ্যে এত সাইকেল বিলি হচ্ছে কিন্তু সাইকেল আনা হচ্ছে ভিন রাজ্য থেকে। রাজ্যে সাইকেলের ইন্ডাস্ট্রি নেই, কাপড়ের ইন্ডাস্ট্রি নেই। ভিন রাজ্য থেকে আনতে হচ্ছে। তাই শিল্পপতিদের কাছে আবেদন করলাম, আমাদের এখানে এই সমস্ত ইন্ডাস্ট্রি করুন যেগুলো আমাদের এখানে নেই। এই ইন্ডাস্ট্রিগুলো এখানে হলে প্রথমেই লাভের মুখ দেখবে।"

ABOUT THE AUTHOR

...view details