শিলিগুড়ি, ২১ ফেব্রুয়ারি : "এখন বাংলায় সিন্ডিকেটরাজ নেই। তাই বিনিয়োগকারীরা রাজ্যে ফিরছেন।" শিলিগুড়িতে "দেশ গঠনে সংবাদমাধ্যমের ভূমিকা" শীর্ষক সভায় যোগ দিয়ে একথা বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
সভা শেষে সাংবাদিকদের বলেন, "শিল্প স্থাপনের একটা আদর্শ জায়গা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ দুই বঙ্গই। কারণ শিল্পপতিরা প্রথমেই দেখে ইলেকট্রিসিটি ঠিকঠাক আছে কি না। ইলেকট্রিসিটি আমাদের ঠিক আছে। একটা ইন্ডাস্ট্রি সেট আপের জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন। তারপর রাস্তাঘাট। শিলিগুড়ি থেকে কলকাতা, মুম্বই, দিল্লি যে রাস্তা হয়েছে তা খুব সুন্দর। এখানে অনেক কাঁচামালও রয়েছে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেশের ও বিদেশের শিল্পপতিদের এই রাজ্যে শিল্প স্থাপনের জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আবেদনও করেছেন।"