পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যপালের কাছে পৃথক গোর্খাল্যান্ডের দাবি পাহাড়ের রাজনৈতিক দলগুলোর - separate gorkhaland

শুক্রবার দার্জিলিংয়ের রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করে পাহাড়ের একাধিক আঞ্চলিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা । প্রত্যেকেই রাজ্যপালের কাছে পাহাড়ের জন্য পৃথক রাজ্যের দাবি জানায় ৷ অখিল ভারতীয় গোর্খা লিগ (ABGL), সিপিআরএম (CPRM), গোর্খা রাষ্ট্রীয় কংগ্রেস এবং শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার প্রতিনিধিরা দফায় দফায় রাজ্যপালের সঙ্গে বৈঠক করে ।

SSS
SSS

By

Published : Jun 25, 2021, 11:05 PM IST

দার্জিলিং, 25 জুন : রাজ্যপাল জগদীপ ধনকড়ের পাহাড় সফরের মধ্যেই ফের পৃথক গোর্খাল্যান্ডের দাবি উঠল । শুক্রবার দার্জিলিংয়ের রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে পাহাড়ের একাধিক আঞ্চলিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা । প্রত্যেকেই রাজ্যপালের কাছে পাহাড়ের জন্য পৃথক রাজ্যের দাবি জানায় ৷ অখিল ভারতীয় গোর্খা লিগ (ABGL), সিপিআরএম (CPRM), গোর্খা রাষ্ট্রীয় কংগ্রেস এবং শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার প্রতিনিধিরা দফায় দফায় রাজ্যপালের সঙ্গে বৈঠক করে । যুব মোর্চা বাদে পাহাড়ের প্রত্যেকটি রাজনৈতিক দল পৃথক রাজ্যের দাবি রাজ্যপালের কাছে জানিয়েছে ।

সিপিআরএম নেতা রত্নবাহাদুর রাই বলেন, " রাজ্যপালের কাছে পৃথক গোর্খাল্যাণ্ডের দাবি রেখেছি । জিটিএ কোনো বিকল্প নয় । ১০০ বছরের পুরনো দাবি গোর্খাল্যান্ড । গোর্খাদের আইডেনটিটি হল গোর্খাল্যান্ড । এখন আলাদা কোচবিহার রাজ্য, উত্তরবঙ্গ রাজ্য বলা হচ্ছে । সেসব ছেড়ে পাহাড়ের জন্য পৃথক রাজ্য চাই । সেইসঙ্গে পাহাড়ে উন্নয়ন হচ্ছে না বলেও জানিয়েছি ।"

গোর্খা রাষ্ট্রীয় কংগ্রেস নেতা সুবোধ পাখরিন বলেন, "পাহাড়কে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করতে হবে । দার্জিলিং এবং সিকিমকে একসঙ্গে জুড়তে হবে । " একই সঙ্গে জিটিএ পাহাড়ের বিকল্প নয় বলেও দাবি করেছেন তিনি ।

এবিজিএল নেতা প্রতাপ খাতি বলেন, " আমরা একাধিকবার পৃথক রাজ্যের দাবি করেছি । ব্রিটিশ আমল থেকে আমাদের এই দাবি রয়েছে । আমরা সেই দাবিতে আজও অনড় । "

রাজ্যপালের কাছে পৃথক 'গোর্খাল্যান্ডের' দাবি

আরও পড়ুন : কসবা ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা

এদিকে যুব মোর্চার সভাপতি কাঞ্চন দেবনাথ বলেন, " আমরা পৃথক রাজ্য চাই না । উত্তরবঙ্গ বঞ্চিত । উন্নয়ন নেই । সার্বিক উন্নয়ন চাই । রাজ্য সরকার উত্তরবঙ্গের সঙ্গে বৈমাত্রেয়ী সুলভ আচরণ করছে । আমরা এই অভিযোগ রাজ্যপালের কাছে জানিয়েছি । "

ABOUT THE AUTHOR

...view details