পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চাপের মুখে সিদ্ধান্ত বদল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের

কোনও অবস্থায় রোগী ফেরানো যাবে না। উত্তরবঙ্গ মেডিকেল কলেজকে নির্দেশিকা রাজ্যের । আজ থেকে ফের রোগী ভরতি নেওয়া হবে মেডিকেল কলেজে।

the decision was changed by the North Bengal Medical College authorities
the decision was changed by the North Bengal Medical College authorities

By

Published : Jun 8, 2020, 6:25 PM IST

শিলিগুড়ি, 8 জুন : চাপের মুখে অবশেষে সিদ্ধান্ত বদল উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কর্তৃপক্ষের। আজ থেকে ফের বিভিন্ন বিভাগে রোগী ভরতি নেওয়া হবে বলে জানানো হল ।

উল্লেখ্য, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে 8 ডাক্তার কোরোনায় আক্রান্ত হন। কোয়ারানটিনে আছেন 34 জন ডাক্তার। এই পরিস্থিতিতে খুব জরুরি দরকার ছাড়া রোগী ভরতি না নিতে নির্দেশিকা দিয়েছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তবে, আজ রাজ্য সরকারের চাপে সেই নির্দেশিকা প্রত্যাহার করে নিল তারা । আজ থেকেই ফের বিভিন্ন বিভাগে রোগী ভরতি নেওয়া হবে বলে জানানো হয় মেডিকেল কলেজের তরফে ।

গত দুদিন একাধিক রোগীকে চিকিৎসা না করে ফিরিয়ে দেওয়ার জেরে ক্ষোভ বাড়ছিল। পরিস্থিতি বেগতিক বুঝে, মেডিকেল কলেজে গিয়ে বৈঠক করেন কোরোনা মোকাবিলায় নিযুক্ত চিকিৎসক সুশান্ত রায়।

তিনি জানান, ডাক্তার আক্রান্তের জেরে কর্মী সংকটে কোনও ভাবেই রোগী ফিরিয়ে দেওয়া চলবে না। এরপরেই চাপে পড়ে নির্দেশিকা তুলে নেয় মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ।

সুশান্ত রায় জানান, কিছু ডাক্তার আক্রান্ত ও কিছু ডাক্তার কোয়ারানটিনে আছেন বলেই ওই পরিস্থিতি হয়েছিল। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। ওই নির্দেশিকা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, শিলিগুড়িতে রোগীর চাপ বাড়ছে । উত্তরবঙ্গ জুড়েই আক্রান্তের হার বাড়ছে। চাপ কমাতে জেলায় জেলায় কোভিড হাসপাতাল চালু করা হচ্ছে । আজ আলিপুরদুয়ারে কোভিড হাসপাতাল চালু করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে কোচবিহারেও কোভিড হাসপাতাল চালু হবে।

ABOUT THE AUTHOR

...view details