শিলিগুড়ি, 8 জুন : চাপের মুখে অবশেষে সিদ্ধান্ত বদল উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কর্তৃপক্ষের। আজ থেকে ফের বিভিন্ন বিভাগে রোগী ভরতি নেওয়া হবে বলে জানানো হল ।
উল্লেখ্য, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে 8 ডাক্তার কোরোনায় আক্রান্ত হন। কোয়ারানটিনে আছেন 34 জন ডাক্তার। এই পরিস্থিতিতে খুব জরুরি দরকার ছাড়া রোগী ভরতি না নিতে নির্দেশিকা দিয়েছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তবে, আজ রাজ্য সরকারের চাপে সেই নির্দেশিকা প্রত্যাহার করে নিল তারা । আজ থেকেই ফের বিভিন্ন বিভাগে রোগী ভরতি নেওয়া হবে বলে জানানো হয় মেডিকেল কলেজের তরফে ।
গত দুদিন একাধিক রোগীকে চিকিৎসা না করে ফিরিয়ে দেওয়ার জেরে ক্ষোভ বাড়ছিল। পরিস্থিতি বেগতিক বুঝে, মেডিকেল কলেজে গিয়ে বৈঠক করেন কোরোনা মোকাবিলায় নিযুক্ত চিকিৎসক সুশান্ত রায়।