পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গুরুঙের বিরুদ্ধে তামাং অনুগামীদের মিছিল দার্জিলিঙে - darjeeling_gurung_chaos

আজ সোনাদায় বিমল গুরুঙের বিরোধিতায় মিছিল করেন বিনয় তামাংয়ের অনুগামীরা । তাদের বক্তব্য, ক্ষমতার লোভেই গুরুং ফিরছেন । তাহলে আগে পাহাড়ে এত অশান্তি করলেন কেন ?

darjeeling_gurung_chaos
গুরুঙের বিরুদ্ধে তামাং অনুগামীদের মিছিল পাহাড়ে

By

Published : Oct 25, 2020, 2:00 PM IST

Updated : Oct 25, 2020, 2:16 PM IST

শিলিগুড়ি, 25 অক্টোবর : পাহাড়ে ফের অশান্তির কালো মেঘ । বিমল গুরুং প্রকাশ্যে এসে তাদের সঙ্গে জোট বাঁধার বার্তা দিতেই তাঁকে স্বাগত জানিয়েছে তৃণমূল কংগ্রেস । এদিকে ক্ষমতা হারানোর ভয়ে আজ সোনাদায় গুরুঙের বিরোধিতায় মিছিল করল বিনয়পন্থী মোর্চা ।

সূত্রের খবর, দিন কয়েকের মধ্যেই পাহাড়ে ফিরবেন বিমল গুরুং । এই পরিস্থিতিতে আজ সোনাদায় বিমল গুরুঙের বিরোধিতায় মিছিল করেন বিনয় তামাংয়ের অনুগামীরা । তাদের বক্তব্য, ক্ষমতার লোভেই গুরুং ফিরছেন । তাহলে আগে পাহাড়ে এত অশান্তি করলেন কেন ? কেন আগুন জ্বলল পাহাড়ে ? এ নিয়ে আজ কয়েকশো মোর্চা কর্মী মিছিল করেন সোনাদায় । গন্ডগোল এড়াতে এলাকায় কড়া নিরাপত্তারক ব্যবস্থা করা হয়েছে । তবে মিছিলে ছিলেন না বিনয় তামাং বা GTA-এর চেয়ারম্যান অনিত থাপা ।

তামাং অনুগামীদের মিছিল দার্জিলিঙে

এই সংক্রান্ত খবর :গুরুঙের ভোলবদল কি রাজনৈতিক চাল, নাকি...

কয়েকদিন আগেই প্রকাশ্যে আসেন বিমল গুরুং । কলকাতায় সাংবাদিক বৈঠক করে NDA ছাড়ার কথা ঘোষণা করেন তিনি । পাশাপাশি আস্থা প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর । জানিয়ে দেন, তৃতীয় বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান ।

Last Updated : Oct 25, 2020, 2:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details