পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari: বাবার সঙ্গে থাকতেই ইডি'র ডাক এড়াচ্ছেন সুকন্যা, অনুব্রত কন্যাকে কটাক্ষ শুভেন্দুর - Suvendu Adhikari

গরুপাচার মামলার তদন্তে ধৃত অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে দিল্লিতে তলব করেছে ইডি ৷ কিন্তু ইডির ডাকেও দিল্লি যাচ্ছেন না অনুব্রত কন্যা ৷ বিষয়টি নিয়ে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী ৷

Etv Bharat
সুকন্যা মণ্ডলকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর

By

Published : Apr 12, 2023, 6:10 PM IST

সুকন্যা মণ্ডলকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর

দার্জিলিং, 12 এপ্রিল:"মনে হচ্ছে বাবার সঙ্গে থাকার জন্যই বারবার ইডি'র ডাকে হাজিরা এড়াচ্ছেন অনুব্রত সুকন্যা মণ্ডল ৷" বুধবার শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

উল্লেখ্য, গরুপাচার মামলায় ধৃত বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এই মুহূর্তে দিল্লির তিহাড় জেলে রয়েছেন ৷ তদন্তের স্বার্থে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ এইজন্য একাধিকবার তাঁকে দিল্লি ডেকে পাঠিয়েছে ইডি ৷ কিন্তু পরপর তিনবার তিনি ইডি'র ডাক এড়িয়ে গিয়েছেন ৷ সেই প্রসঙ্গেই এদিন এই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী ৷ বিরোধী দলনেতা এদিন আরও বলেন,"আইন আইনের পথে চলবে ৷ হাজিরা এড়ালে তদন্তকারী সংস্থা যা ব্যবস্থা নেওয়ার তা নেবে ৷ আমার মনে হয় বাবার সঙ্গে একসঙ্গে থাকতে চায় তাই এরকম করছে ।"

এদিন শুভেন্দু অধিকারী রাজ্যের শাসকদল তৃণমূল ও বিরোধী সিপিএম'কেও একহাত নেন ৷ সিপিএম নেতা সুজন চক্রবর্তী সম্প্রতি বিজেপি ও তৃণমূলকে একে অপরের পরিপূরক বলেছেন ৷ এই প্রসঙ্গে শুভেন্দু বলেন,"সিপিএমকে ইতিমধ্যেই রাজ্যের মানুষ প্রত্যাখ্যান করেছে । তৃণমূল কংগ্রেসকেও রাজ্যের মানুষ প্রত্যাখ্যান করবে । তা এখন সময়ের অপেক্ষা । আর সিপিএম দলটাই অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে । ত্রিপুরাতেও তারা বিরোধী দলের জায়গা পেল না । বামেরা একসময় চিরকুটে চাকরি দিয়েছে আর এখন তৃণমূল কংগ্রেস দোকান খুলে চাকরি বিক্রি করছে ।"

আরও পড়ুন: এবার মিড-ডে মিলেও 100 কোটির দুর্নীতির অভিযোগ, অস্বীকার রাজ্যের

এদিন কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি । সেখান থেকে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে এক জনসভায় অংশগ্রহণ করতে সড়কপথে যান । কালিয়াগঞ্জের পর, রায়গঞ্জ, মালদা, কৃষ্ণনগরেও তাঁর জনসভা রয়েছে । পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তরে ফের একবার নিজের জমি শক্ত করতে চাইছে গেরুয়া শিবির । গত বিধানসভা নির্বাচনে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে যে ফল করেছিল বিজেপি, এবার তার থেকেও যাতে ভালো ফল হয় সেই লক্ষ্যেই ময়দানে বিরোধী দলনেতা । তবে এদিন রাজ্যের শাসকদলের পাশাপাশি বামফ্রন্টকেও একহাত নিয়েছেন শুভেন্দু অধিকারী ।

ABOUT THE AUTHOR

...view details