পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

IB রিপোর্টে দার্জিলিঙের বৌদ্ধমঠে আত্মঘাতী হামলার আশঙ্কা, সতর্ক পুলিশ

দার্জিলিঙের বৌদ্ধমঠগুলিতে আত্মঘাতী হামলা হতে পারে বলে গুজব ছড়ায় সোশাল মিডিয়ায় । তাই আতঙ্ক ছড়িয়েছে পাহাড়ে । তবে পুলিশ সতর্ক রয়েছে বলে জানান IG ।

বৌদ্ধমঠ

By

Published : May 18, 2019, 12:16 PM IST

Updated : May 18, 2019, 12:30 PM IST

দার্জিলিং, 18 মে : সোশাল মিডিয়ার পোস্টের কারণে পাহাড়ে বাড়ানো হল নিরাপত্তা । আজ দার্জিলিঙের বৌদ্ধমঠগুলিতে আত্মঘাতী হামলা হতে পারে । এধরনের একটি রিপোর্ট সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই আতঙ্ক ছড়ায় । পুলিশ অবশ্য জানিয়েছে, তারা সতর্ক ।

নেপাল অথবা বাংলাদেশ থেকে আত্মঘাতী জঙ্গিরা দার্জিলিঙে ঢুকে এই নাশকতা চালাতে পারে বলে গুজব ছড়ায় । ঘটনায় পাহাড়ের বৌদ্ধমঠগুলিতে সন্ন্যাসীদের অনেকেই ভয় পান । আজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে কোনও কর্মসূচি না করার পক্ষে মত দিয়েছিলেন অনেকে । বিষয়টি নিয়ে আতঙ্ক বাড়তে থাকায় তদন্তে নামে দার্জিলিং জেলা পুলিশ । পরে পুলিশ জানিয়ে দেয়, এই ধরনের কোনও রিপোর্ট গোয়েন্দা সংস্থা পাঠায়নি ।

রাজ্য পুলিশের IG (দার্জিলিং রেঞ্জ) মনোজ বর্মাও ওই রিপোর্টকে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ । তিনি বলেন, "সোশাল মিডিয়ায় গুজব ছড়িয়েছে । তবে পুলিশ সতর্ক রয়েছে ।" গতকাল দার্জিলিংয়ের পুলিশ সুপার অমরনাথ কে একই সুরে বলেন, "IB সচরাচর এধরনের অনেক জেনেরাল রিপোর্ট দিয়ে থাকে । দার্জিলিংয়ের নাশকতার রিপোর্টটিও তেমনই । এর কোনও স্পেসিফিক ইনপুট নেই । আমরাও বিষয়টি খোঁজ নিয়ে দেখেছি ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সাধারণ মানুষ বা বৌদ্ধ অনুগামীরা যাতে আতঙ্কিত না হন সেদিকটি মাথায় রেখে নিরাপত্তা বাড়ানো হয়েছে । হোটেল ও হোম-স্টেগুলিতে তল্লাশি চালানো হচ্ছে । সোনাদা জোরবাংলো, ডালির মতো বৌদ্ধমঠগুলিতে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । অমরনাথ বলেন, "19 মে দার্জিলিং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন । 16 কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । প্রয়োজনে জওয়ানদেরও ব্যবহার করা যেতে পারে ।" তবে বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে পুলিশ সুপার জানান ।

Last Updated : May 18, 2019, 12:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details