শিলিগুড়ি, 24 মে : ব্ল্যাক ফাংগাস বা মিউকরমাইকোসিস রোগে সংক্রমিত রোগীর অস্ত্রোপচার সফল হল । শনিবার রাতে শিলিগুড়িতে প্রধাননগরের এক মহিলার ব্ল্যাক ফাংগাস ধরা পড়ে । এরপরই ওই মহিলার চিকিৎসার তোড়জোড় শুরু করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ । সফল হয় অস্ত্রোপচার ।
মহিলা ব্ল্যাক ফাংগাসে সংক্রমিত হয়েছে কি না তা নিশ্চিত করতে মহিলার লালারস এবং টিস্যু হাসপাতালের ভাইরাস রিসার্চ অ্যান্ড ডায়গনস্টিক ল্যাবরেটরি এবং মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হয় । সেইমতো রবিবার রাতেই রিপোর্ট আসে যে ওই মহিলা মিউকরমাইকোসিসে আক্রান্ত । নিশ্চিত হতেই মহিলার প্রাণ বাঁচাতে গঠন করা হয় বিশেষ মেডিকেল বোর্ড । এরপর সোমবার সকালে ওই মহিলার অস্ত্রোপচার করা হয় ।
ইএনটি বিশেষজ্ঞ রাধেশ্যাম মাহাতর নেতৃত্বে অপথালমোলজি, অ্যানাস্থেসিয়া, নিউরো বিভাগের দক্ষ চিকিৎসক ও নার্সদের মিলিয়ে মোট 12 জনের একটি বিশেষ দল অস্ত্রোপচার করে ওই মহিলার ৷ প্রায় সাড়ে তিন ঘণ্টা চলে অস্ত্রোপচার ৷ ব্ল্যাক ফাংগাসের সংক্রমণের ফলে মহিলার উপরের চোয়াল, ডান চোখ, কপাল ও গালের একটি অংশ বাদ দিতে হয় ।