শিলিগুড়ি, 17 মে : সহজপাঠ লিখে বিখ্যাত হয়েছেন বিদ্যাসাগর । এই মন্তব্য করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে গতকাল শিলিগুড়িতে এক সংবাদিক বৈঠক করেন দিলীপ ঘোষ । সেখানেই তিনি বলেন, সহজপাঠের রচয়িতা বিদ্যাসাগর ।
সহজপাঠ লিখে বিখ্যাত হয়েছেন বিদ্যাসাগর : দিলীপ
বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে বিতর্কের সূত্রপাত । সেই বিদ্যাসাগরের রচনা নিয়ে এবার বিতর্কে জড়ালেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । বললেন, সহজপাঠ লিখেছেন বিদ্যাসাগর ।
দিলীপ ঘোষ
দিলীপ ঘোষের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়েছে। বিধানসভা উপনির্বাচনের প্রচারে দার্জিলিঙে রয়েছেন তিনি। এনিয়ে বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি দিলীপবাবুকে ।
Last Updated : May 17, 2019, 5:57 PM IST