পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সহজপাঠ লিখে বিখ্যাত হয়েছেন বিদ্যাসাগর : দিলীপ

বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে বিতর্কের সূত্রপাত । সেই বিদ্যাসাগরের রচনা নিয়ে এবার বিতর্কে জড়ালেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । বললেন, সহজপাঠ লিখেছেন বিদ্যাসাগর ।

দিলীপ ঘোষ

By

Published : May 17, 2019, 5:46 PM IST

Updated : May 17, 2019, 5:57 PM IST

শিলিগুড়ি, 17 মে : সহজপাঠ লিখে বিখ্যাত হয়েছেন বিদ্যাসাগর । এই মন্তব্য করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে গতকাল শিলিগুড়িতে এক সংবাদিক বৈঠক করেন দিলীপ ঘোষ । সেখানেই তিনি বলেন, সহজপাঠের রচয়িতা বিদ্যাসাগর ।

ভিডিয়োয় শুনুন দিলীপের বক্তব্য
বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে বাংলার রাজনীতি এখন উত্তাল । দু'তরফেই চলছে চাপানউতোর । এরই মাঝে বেফাঁস মন্তব্য করে বির্তকে জড়ালেন দিলীপবাবু । গতকাল তিনি বলেন, "আমরা ৬০০ মিটার লম্বা মূর্তি বানিয়েছি । কিন্তু মুখ্যমন্ত্রী এই মূর্তি বসাতে দিতে রাজি নন । তাহলে তো আর মূর্তি নিয়ে রাজনীতি হবে না । এত কান্নাকাটি কেন? সহজপাঠ লিখে বিখ্যাত হয়েছেন বিদ্যাসাগর । বাম আমলে সেই সহজপাঠ সিলেবাস থেকে তুলে দেওয়া হয়। তৃণমূল সরকার ক্ষমতায় এলেও সেটি পুনর্বার চালু করেনি । এখন মূর্তি ভাঙা নিয়ে কোকিলের কান্না কাঁদছে ।"

দিলীপ ঘোষের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়েছে। বিধানসভা উপনির্বাচনের প্রচারে দার্জিলিঙে রয়েছেন তিনি। এনিয়ে বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি দিলীপবাবুকে ।

Last Updated : May 17, 2019, 5:57 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details