দার্জিলিং, ৯ ফেব্রুয়ারি : ফের তুষারপাত সিকিমে। আজ সকাল থেকে উত্তর সিকিমের লাচেন, লাচুং, গুরুদুম্বা এবং পূর্ব সিকিমের ছাঙ্গু সহ সংলগ্ন এলাকায় তুষারপাত হয়। দার্জিলিঙের সান্দাকফুতেও শুরু হয়েছে তুষারপাত।
সিকিম ও সান্দাকফুতে ফের তুষারপাত, ঠাণ্ডায় কাঁপছে উত্তরবঙ্গ - তুষারপাত
এই মরশুমে আবার তুষারপাত সিকিম সহ সান্দাকফুতে।
তুষারপাতের জেরে সিকিমে লাচুং আর লাচেনের রাস্তা বন্ধ হয়ে গেছে। যদিও আজ বিকেল পর্যন্ত সেখানে কোনও পর্যটকের আটকে পড়ার খবর পাওয়া যায়নি। অন্যদিকে তুষারপাতে টুংলুং থেকে সান্দাকফু যাওয়ার রাস্তাও বন্ধ। এদিকে, দার্জিলিঙ শহর সহ মিরিকের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে।
তুষারপাত ও বৃষ্টির দাপটে এখন শীতে কাঁপছে দার্জিলিং, সিকিম সহ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা। আজ দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর ছত্তিশগড়ে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় হয়ে উঠেছে। তার জেরেই রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে।