শিলিগুড়ি, 15 জুলাই : মন্ত্রী গৌতম দেবের হুঁশিয়ারির পর আজ বিধান মার্কেটের অবৈধ নির্মাণ ভেঙে ফেলা প্রসঙ্গে নোটিশ জারি করল SJDA (শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ) । কিন্তু ব্যবসায়ীরা SJDA-র নোটিশকে উপেক্ষা করেই জারি রাখল নির্মাণ কাজ । অন্যদিকে, বেশকিছু ব্যবসায়ী অর্ধসমাপ্ত দোকান ঘরেই শুরু করল ব্যবসা । ঘটনায় গৌতম দেব ও ব্যবসায়ী সমিতির মধ্যে শুরু হয়েছে স্নায়ুযুদ্ধ ।
প্রায় একমাস আগে বিধান মার্কেটে আগুন লাগার ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিল সাতটি দোকান । আজ সেই দোকানঘরগুলির বর্তমান অবস্থা খতিয়ে দেখতে SJDA-এর আধিকারিকদের নিয়ে বিধান মার্কেট পরিদর্শনে আসেন গৌতম দেব । ঘটনাস্থানে পৌঁছে তিনি বলেন, "সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছিল । কিন্তু 20টি দোকান গড়ে তোলা হয়েছে ।" ব্যবসায়ী সমিতির একাংশের মদতে কোটি টাকার বিনিময়ে অবৈধভাবে দোকানঘর তৈরি করে বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ করেন গৌতমবাবু । তিনি বলেন, "এসব প্রশ্রয় দেওয়া হবে না । অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হবে । কেউ যদি এই কাজে বাধা দেয় তাঁকে গ্রেপ্তার করা হবে ।" এরপরই গৌতমবাবু আধিকারিকদের নির্দেশ দেন অবৈধ নির্মাণ ভাঙার ব্যাপারে নোটিশ জারি করার । মন্ত্রীর এই নির্দেশের পরই রাস্তা অবরোধ করে প্রতিবাদে সামিল হয় ব্যবসায়ীরা । যদিও গৌতমবাবু নিজের সিদ্ধান্তে অনড় থেকেই নোটিশ জারি করেন । পাশাপাশি তিনি ব্যবসায়ীদের তিনদিন সময়সীমা বেঁধে দেন । ঘটনায় বৈঠক ডাকেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক । ব্যবসায়ী সমিতি সূত্রের খবর, মন্ত্রীর হুঁশিয়ারির পর যে নির্দেশিকা জারি হয়েছে তা অনৈতিক । এর প্রতিবাদে প্রয়োজনে আগামীতে শহরকে স্তব্ধ করে দেওয়া হবে ।