শিলিগুড়ি, 30 আগস্ট : চায়ে পে চর্চায় গিয়ে উত্তর চব্বিশ পরগনার লেকটাউনে নিগৃহীত হন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এরপরই রাজ্যজুড়ে প্রতিবাদে সরব হন BJPর নেতা-কর্মীরা । আজ শিলিগুড়িতে রাজ্য সভাপতিকে নিগ্রহের প্রতিবাদে রাস্তায় নামে BJP নেতৃত্ব ৷ ডাক দেওয়া হয় প্রতিবাদ মিছিলের ৷
দিলীপ ঘোষকে নিগ্রহের প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল, গ্রেপ্তার একাধিক
দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে শিলিগুড়িতে BJP কর্মীদের মিছিল ৷ পুলিশ মিছিল আটকালে শুরু হয় ধস্তাধস্তি ৷ গ্রেপ্তার একাধিক BJP সদস্য ৷
BJP কর্মীদের মিছিল কিছুটা এগোতেই আটকে দেয় পুলিশ ৷ মিছিলে বাধা পড়তেই পুলিশের সঙ্গে BJP কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়৷ প্রায় 30 জন যুব মোর্চা সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ । BJP নেতৃত্ব তৃণমূল কংগ্রেস এবং পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয়৷ তাদের অভিযোগ, লেকটাউনে রাজ্য সভাপতির ওপর স্থানীয় তৃণমূল নেতার নেতৃত্বে হামলা চালানো হয় । পুলিশ সেখানে সক্রিয়তা দেখায়নি ৷ উল্টো দিকে প্রতিবাদে নামতে পুলিশ সক্রিয় হয়ে উঠেছে ৷
একাধিক কর্মী গ্রেপ্তার হতেই পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছেন BJP নেতারা ৷ তাদের অভিযোগ, পুলিশ আন্দোলনকারীদের মুখ বন্ধ করতে সক্রিয় । যারা রাজ্যের শান্তি শৃঙ্খলা নষ্ট করছে তাদের বিরুদ্ধে পুলিশ কোন ব্যবস্থা নেয় না ।