পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাহাড়ে তুষার-বৃষ্টি, ঠান্ডায় কাবু দার্জিলিং থেকে সিকিম - বরফের চাদরে ঢেকেছে পাহাড়

সান্দাকফু সহ দার্জিলিংয়ের উঁচু পাহাড়ি এলাকায় হালকা তুষারপাতের খবর মিলেছে । ফলে তাপমাত্রার পারদ নেমে যায় মাইনাসে । হু হু করে বইতে থাকে হিমেল হাওয়া । ফলে প্রবল ঠান্ডা পড়ে দার্জিলিং, সিকিম সহ পাহাড়ি এলাকায় ।

snowfall
বরফের চাদরে ঢেকেছে পাহাড়

By

Published : Dec 13, 2019, 10:28 PM IST

দার্জিলিং, 13 ডিসেম্বর : তাপমাত্রা কমছে পাহাড়ে । বরফের চাদরে ঢেকে গেছে বিভিন্ন জায়গা । আজ সন্ধ্যা নাগাদ তুষারপাত হয় উত্তর সিকিমে । আবহাওয়া অফিসের পূর্বাভাস মতোই তুষারপাত হয়েছে এদিন । বৃষ্টি হয়েছে শৈলশহর দার্জিলিংয়েও ।

সান্দাকফু সহ দার্জিলিংয়ের উঁচু পাহাড়ি এলাকায় হালকা তুষারপাতের খবর মিলেছে । ফলে তাপমাত্রার পারদ নেমে যায় মাইনাসে । হু হু করে বইতে থাকে হিমেল হাওয়া । ফলে প্রবল ঠান্ডা পড়ে দার্জিলিং, সিকিম সহ পাহাড়ি এলাকায় ।

বেশ কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ নামছিল পাহাড়ে । বাড়ছিল শীতের দাপট । শুক্রবার বিকেলে আবহাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে বৃষ্টি হয় দার্জিলিং সহ পাহাড়ি এলাকায় । পাহাড়ে তুষারপাতের ফলে বড়দিন তথা 25 ডিসেম্বরের আগে পর্যটকরা পাহাড়মুখো হবেন বলেই মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা ।

ABOUT THE AUTHOR

...view details