দার্জিলিং, 16 জানুয়ারি: রুবেলা ভাইরাসের টিকা নিয়ে স্কুলছাত্রীর মৃত্যু দার্জিলিঙে ৷ সোমবার রুবেলার (Rubella Virus) ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থ হয়ে পড়ে ওই স্কুল ছাত্রী। অসুস্থ হওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর ৷ রুবেলার টিকায় মৃত্যু রাজ্যে এই প্রথম ৷ এদিন খড়িবাড়ি ব্লকের বাতাসিতে শ্যামধন জোত উচ্চ বিদ্যালয়ের ঘটনাটি ঘটে ৷ হাম ও রুবেলা টিকা দেওয়ার পর অসুস্থ হয়ে পড়ে অষ্টম শ্রেণির ছাত্রী অনন্যা সরকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলে টিকাকরণের আধঘণ্টা পর বাড়ি ফেরার সময় সে আচমকাই অসুস্থ হয়ে পড়ে।
উল্লেখ্য, সোমবার সকাল 11টা থেকে শ্যামধন জোত উচ্চবিদ্যালয়ের পড়ুয়াদের হাম ও রুবেলার ভ্যাকসিন দেওয়া শুরু হয়। বাকি পড়ুয়াদের মতো অনন্যাও ভ্যাকসিন নেওয়ার পর 30 মিনিট স্বাস্থ্যকর্মীদের পর্যবেক্ষণে ছিল। সেই সময় কোথাও কোনও সমস্যা হয়নি। পরে সে স্কুল মাঠে খেলাধুলোও করে। এরপর মিড-ডে মিল খেয়ে বাড়ি ফেরার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়ে অনন্যা। তৎক্ষণাৎ স্কুলের শিক্ষকরা অ্যাম্বুলেন্সে (Ambulance) করে বাতাসি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর অনন্য়াকে জেলা হাসপাতালে পাঠান।