মিরিক, 3 জুন : করোনা পরিস্থিতিতে মিরিকে চালু করা হল সেফ হোম । এর আগে মিরিক মহকুমা হাসপাতালে করোনার চিকিৎসা চলছিল । সেখানকার কেউ করোনায় সংক্রমিত হলে শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল অথবা কালিম্পংয়ের ত্রিবেণী কোভিড হাসপাতালে পাঠানো হত । যার ফলে বেশ সমস্যায় পড়তে হচ্ছিল মিরিকের করোনা রোগীদের । সেই সমস্যা সমাধানে বৃহস্পতিবার মিরিক ডিগ্রি কলেজকে সেফ হোম হিসেবে চালু করা হয় ।
আপাতত 50টি শয্যা দিয়ে চালু হচ্ছে ওই সেফ হোম । তাতে দু'টি শয্যায় অক্সিজেনের পরিষেবা থাকবে । দু'জন চিকিৎসক সেখানে পরিষেবা দেবেন । 50টির মধ্যে 25টি পুরুষ ও বাকি মহিলাদের জন্য রাখা হয়েছে । পরবর্তীতে প্রয়োজনে আরও শয্যা বাড়ানো হবে । গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ও দার্জিলিং জেলা স্বাস্থ্য বিভাগের তরফে ওই সেফ হোম তৈরি করা হয় । এদিন সেফ হোমের সূচনা করেন মিরিক পৌরসভার চেয়ারম্যান লালবাহাদুর রাই, মহকুমাশাসক জামিল ফাতিমা সহ জিটিএ এবং স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা ।