শিলিগুড়ি, ৩০ জানুয়ারি: অনূর্ধ্ব-19 মহিলা টি-20 বিশ্বকাপ জয়ী দলের উইকেট-কিপার ছিলেন শিলিগুড়ির রিচা ঘোষ ৷ তাঁকে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ভবিষ্যতের ক্যাপ্টেন হিসেবে দেখতে চান রিচার কোচ গোপাল সাহা (Richa Ghosh has Captaincy Element for India Women) ৷ জানালেন, ভারতীয় মহিলা দলে রাজত্ব করবেন রিচা ৷ এমনকি তাঁর মধ্যে ক্যাপ্টেন হওয়ার রসদও রয়েছে বলে মনে করেন তিনি ৷
4 বছর বয়সে গোপাল সাহার কোচিংয়ে ক্রিকেট খেলা শুরু করেছিলেন রিচা ঘোষ ৷ সেইসময় শিলিগুড়িতে মেয়েদের ক্রিকেটের জন্য আলাদা কোনও পরিকাঠামো ছিল না ৷ ফলে ছেলেদের সঙ্গেই প্রশিক্ষণ করত রিচা ৷ এমনকি ছেলেদের সমান দক্ষতায়, তাঁদের সঙ্গে বহু ম্যাচ খেলেছে রিচা ৷ ভারতের জাতীয় দলে ইতিমধ্যে খেলেছেন তিনি ৷ সিনিয়র দলের হয়ে 50 ওভারের বিশ্বকাপও খেলেছেন রিচা ৷ এবার অনূর্ধ্ব-19 টি-20 বিশ্বকাপ জয়ী দলের সদস্য হলেন তিনি ৷
ছাত্রীকে নিয়ে গর্বিত কোচ গোপাল সাহা জানান, এখনও কোথাও সমস্যা হলে ফোন করে তাঁর সঙ্গে পরামর্শ করেন রিচা ৷ ছাত্রীর এই সাফল্যে গর্বিত কোচ গোপাল সাহাও ৷ তিনি জানিয়েছেন, ক্যাম্পে একমাত্র মেয়ে ক্রিকেটার ছিলেন রিচা ঘোষ ৷ তাই তাঁর দিকে সবসময় বিশেষ নজর দিতেন ৷ জেলার লিগ খেলার পাশাপাশি, বাইরের জেলাতেও খেলাতেন রিচাকে ৷ একের পর এক খেলায় রিচার অনবদ্য পারফরম্যান্স দেখে বুঝে যান, একদিন তাঁর এই ছাত্রী ভারতীয় মহিলা দলের হয়ে অবশ্যই খেলবে ৷ কোচের সেই বিশ্বাসের মান রেখেছেন রিচা ঘোষ ৷