শিলিগুড়ি, 14 মে : শিলিগুড়িতে 8 কোটি টাকার সোনার বিস্কুট সহ গ্রেপ্তার করা হল মণিপুরের ছয় বাসিন্দাকে । ধৃতরা হল মহম্মদ নুমান, লুকুমান, হাফিজ মিসবাউদ্দিন, দাউদ আখতার, জামিল আহমেদ এবং ওয়াসিম খান ।
শিলিগুড়িতে 8 কোটির সোনার বিস্কুট সহ ধৃত 6 - siliguri
24 কিলো 150 গ্রাম সোনা 25টি বিস্কুটের আকারে শিলিগুড়িতে নিয়ে আসে মণিপুরের ছয় বাসিন্দা । যার বাজারদর প্রায় আট কোটি টাকা।
সোনার বিস্কুট
24 কিলো 150 গ্রাম সোনা 25টি বিস্কুটের আকারে নিয়ে আসা হয়েছিল শিলিগুড়িতে ।
২৪ কিলো ১৫০ গ্রাম সোনা মোট ২৫ টি বিস্কুটের আকারে নিয়ে আসা হয়েছিল শিলিগুড়িতে। কোচবিহার থেকে শিলিগুড়ি এসে একটি শপিং মলের সামনে তা হস্তান্তরের আগেই কেন্দ্রীয় গোয়েন্দা শুল্ক বিভাগের কর্মিরা তা উদ্ধার করেন। গ্রেপ্তার করা হয় মহম্মদ নুমান, লুকুমান, হাফিজ মিসবাউদ্দিন, ডাউদ আখতার, জামিল আহমেদ এবং ওয়াসিম খানকে। এরা সকলেই মণিপুরের বাসিন্দা। আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।