দার্জিলিং, 20 এপ্রিল : বৃহস্পতিবার থেকেই খুলছে রঙ্গীত চা-বাগান (Rangeet tea garden of Darjeeling to be opened from Thursday) । মালিকপক্ষকে এমনটাই কড়া নির্দেশ দিলেন দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম ।
পূর্ব ঘোষণা অনুযায়ী, এদিন দার্জিলিংয়ের জেলাশাসক কার্যালয়ে রঙ্গীত চা-বাগানের বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। জেলাশাসক এস পুন্নমবলম নিজে বৈঠকে উপস্থিত ছিলেন এবং পুলিশ প্রশাসনিক আধিকারিক, মহকুমাশাসক, হামরো পার্টির চেয়ারম্যান রোশন লামা, প্রধান উপদেষ্টা জিতেন রাই এবং রঙ্গীত গ্রাম সংস্কার সম্মেলনের অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন । হামরো পার্টি তরফে উপস্থিত ছিলেন চেয়ারম্যান অজয় এডওয়ার্ডস, তৃণমূল কংগ্রেসের এনভি খাওয়াস, জিএনএলএফের এসকে লামা, গোর্খা জনমুক্তি মোর্চার সুরজ সুব্বা এবং ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার জেভি তামাং।
হামরো পার্টির সহ-সভাপতি জিতেন রাই বলেন, "বৈঠকে আমরা খুবই খুশি । এর আগে রঙ্গীতের কর্মীরা ওরফে কাঞ্চনভিউ টি প্ল্যান্টেশন প্রতিটি প্ল্যান্টেশনের সভায় নয় দফা দাবি জানিয়ে আসছিল । কিন্তু সভাগুলোতে দাবির বিষয়ে খালি আশ্বাসই দিচ্ছিল । যখন তাঁরা আমাদের দাবি নিয়ে কোনও লিখিত চুক্তি ছাড়াই প্ল্যান্টেশন খোলার কথা বলে, আমরা তাঁর বিরোধিতা করেছিলাম । প্ল্যান্টেশন চালু করতে হবে । আমাদের দাবি মালিকদের পাশাপাশি সরকারকে শুনতে হবে । বৈঠকে লিখিতভাবে আমাদের দাবি মেনে নিয়ে দৃঢ় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে ।"