শিলিগুড়ি, ২৮ মার্চ : SJDA-র বিরুদ্ধে দুর্নীতি নিয়ে অভিযোগ তুললেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী রাজু সিং বিস্ত। গতকাল তিনি শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক ডেকেছিলেন।
ভোটের প্রচারে এসে SJDA-র বিরুদ্ধে তোপ রাজুর - sjda
SJDA-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী রাজু সিং বিস্ত। পাশাপাশি রাজ্যের শাসক দলেরও তিনি তীব্র সমালোচনা করেন।
দার্জিলিং লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী রাজু সিং বিস্ত
সাংবাদিক বৈঠকে SJDA-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার পাশাপাশি রাজ্যের শাসক দলেরও তিনি তীব্র সমালোচনা করেন।
রাজু বলেন, "শিলিগুড়িতে SJDA-তে প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতি হয়েছে। শ্মশানে চুল্লি বসানোর টাকা নয়ছয় করা হয়েছে। এসব মানুষকে বলছি। কেন্দ্র দেশের সুরক্ষায় কাজ করলেও তাকে সমর্থন করছে না রাজ্য। আমার আশা এই রাজ্যের শাসক দল ও সরকারকে মানুষ আর চায় না। তাই আমরা জিতবই।"