পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজভবনকে বিজেপির দলীয় কার্যালয়ে পরিণত করেছেন রাজ্যপাল, তোপ গৌতম দেবের - শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব

রাজ্যপাল বিজেপির নেতাদের সঙ্গে প্রতিদিন রাজভবনে শলাপরামর্শ করছেন । বিজেপির শাখা অফিসে পরিণত করেছেন রাজভবনকে । মুখ্যমন্ত্রী অনেক কষ্ট করে উত্তরবঙ্গে শান্তি স্থাপন করেছেন । সেই শান্তি বিঘ্নিত করার গভীর চক্রান্ত চলছে বাংলা জুড়ে । বললেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব ।

raj bhavan has been turned into the BJP party office by Governor
রাজভবনকে বিজেপির দলীয় কার্যালয়ে পরিণত করেছেন রাজ্যপাল

By

Published : Jun 24, 2021, 7:20 AM IST

শিলিগুড়ি, 24 জুন : রাজভবনকে বিজেপির দলীয় কার্যালয়ে পরিণত করেছেন রাজ্যপাল । আর বিজেপি সাংসদ এবং বিধায়কদের সাথে মিলে রাজ্য সরকারকে বিব্রত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। বিজেপির বিধায়ক ও সাংসদরা একের পর এক উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা স্বায়ত্তশাসিত অঞ্চল গঠন করার দাবি করে বাংলার শান্তি নষ্ট করতে চাইছে । বুধবার এই ভাবেই রাজ্যপাল জগদীপ ধনকড় এবং বিজেপিকে এক সুরে বিঁধলেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব।

আরও পড়ুন : রাজ্যপাল অশুভ শক্তির অভিভাবক, বঙ্গভঙ্গ নিয়ে তোপ কুণালের

তিনি বলেন, "কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ মদতে বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধিরা এখন পৃথক রাজ্যের দাবি করছেন । আর রাজ্যপাল বিজেপির নেতাদের সঙ্গে প্রতিদিন রাজভবনে শলাপরামর্শ করছেন । বিজেপির শাখা অফিসে পরিণত করেছেন রাজভবনকে । মুখ্যমন্ত্রী অনেক কষ্ট করে উত্তরবঙ্গে শান্তি স্থাপন করেছেন । সেই শান্তি বিঘ্নিত করার গভীর চক্রান্ত চলছে বাংলা জুড়ে । রাজ্যপাল যেভাবে সংবিধানকে উলঙ্ঘন করে সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় বিষোদগার করছেন তা দুর্ভাগ্যজনক ও অনভিপ্রেত । এইধরনের রাজ্যপাল বাংলার মানুষ আগে কখনও দেখেনি ।"

রাজভবনকে বিজেপির দলীয় কার্যালয়ে পরিণত করেছেন রাজ্যপাল, তোপ গৌতম দেবের

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details