দার্জিলিং, 7মে : লকডাউনে পাহাড়ে আটকে পড়েছে অনেক পড়ুয়া । স্বাভাবিকভাবেই মন ভালো নেই কারও । দুর্বল হয়ে পড়ছে । কিন্তু মনের স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া প্রয়োজন । তাই পড়ুয়াদের অবসাদ কাটাতে শুরু হয়েছে কাউন্সেলিং । কাউন্সেলিং করছেন প্রশিক্ষিত মনোবিদরা । স্বাস্থ্য দপ্তরের ICTC এবং বয়ঃসন্ধিকালের কিশোর-কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ক্লিনিকের (এএফএইচসি) মনোবিদরা এই কাউন্সেলিং করছেন ।
লকডাউনে পাহাড়ে আটকে কয়েকশো পড়ুুয়া, মন ভাল রাখতে চলছে কাউন্সেলিং
বিভিন্ন স্কুলের হস্টেলে আটকে পড়া পড়ুয়াদের মন ভালো রাখতে এই পদক্ষেপ । একইসঙ্গে কোরোনা থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রাখা, বারবার সাবান দিয়ে হাত ধোয়া এবং স্যানিটাইজ়ার ব্যবহারের পরামর্শও দিচ্ছেন তাঁরা ।
বিভিন্ন স্কুলের হস্টেলে আটকে পড়া পড়ুয়াদের মন ভালো রাখতে এই পদক্ষেপ । একইসঙ্গে কোরোনা থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রাখা, বারবার সাবান দিয়ে হাত ধোয়া এবং স্যানিটাইজ়ার ব্যবহারের পরামর্শও দিচ্ছেন তাঁরা ।
দার্জিলিংয়ের তাকদা মিশনারি স্কুলের ইনচার্জ সাকম লেপচা বলেন, “এই স্কুলে অন্তত 30 জন পড়ুয়া লকডাউনে আটকে পড়েছে । তাঁদের বাবা-মা'দের কেউ নেপালে কেউ বা এই দেশের ভিন রাজ্যে রয়েছেন । বছরে তাঁরা একবার আসেন । এখন লকডাউন চলছে । ওইসব পড়ুয়াদের ছাত্রাবাসেই রাখা হয়েছে । আর যেসব পড়ুয়াদের বাড়ি কাছাকাছি তারা সবাই বাড়ি চলে গেছে । নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত এই স্কুলের অধিকাংশ পড়ুয়াই বাড়ি চলে গেছে । কিন্তু বাড়ি অনেকেই বাড়ি যেতে পারেনি । শুধু তাকদা ব্লকেই এমন পড়ুয়ার সংখ্যা শতাধিক ।”
দার্জিলিং পাহাড়ে এমন আরও স্কুল রয়েছে । সব মিলিয়ে কয়েকশো পড়ুয়া এইভাবেই আটকে । স্কুল বন্ধ । রয়েছে কোরোনার ভয় । তাই মন ভালো রাখতে সামাজিক দূরত্ব মেনে খেলাধুলোতেও না নেই স্কুল কর্তৃপক্ষের ।