পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বারাণসীতে মোদির জয়ে অবদান তাদেরই, বিস্তকে জেতাতে টিম এল শিলিগুড়ি

বারাণসীতে যে পেশাদার দলটি মোদির ভোট মেশিনারি পরিচালনার করেছিল সেখান থেকে মোট ৩০ জনের দল শিলিগুড়ি এসে পৌঁছেছে। রাজু বিস্তকে জেতাতে তারা নির্বাচনের প্রস্তুতির কাজ করবে।

রাজু বিস্ত

By

Published : Mar 30, 2019, 10:59 AM IST

শিলিগুড়ি, 30 মার্চ : ভোট বৈতরণী পার করতে শিলিগুড়িতে এল মোদির নির্বাচনী টিম। রাকেশ সাক্সেনার নেতৃত্বে কাজ করবে এই টিম। দলীয় নেতা, কর্মীদের পাশাপাশি ভোট প্রচারের কৌশল ও ভোটের দিন যাবতীয় কাজকর্ম পরিচালনা করবে এই টিমের সদস্যরাই।

বারাণসীতে যে পেশাদার দলটি মোদির ভোট মেশিনারি পরিচালনার করেছিল সেখান থেকে মোট ৩০ জনের দল শিলিগুড়ি এসে পৌঁছেছে। কোথায় হবে ভোট প্রচার? কী বলবেন প্রার্থী? যাবতীয় কাজকর্ম দেখভাল করছে এই দল। ভোটের নানা সমীকরণ, জটিল অঙ্ক কষা, সভায় প্রার্থীর বক্তব্য সবই ঠিক করে দেবে তারা।


এনিয়ে প্রার্থী রাজু বিস্ত কিছু বলতে না চাইলেও দলের জেলাস্তরের এক নেতা জানান, যারা এসেছেন তাঁরা একটি ফাউন্ডেশনের পেশাদার কর্মী। দেশজুড়ে এরাই আমাদের প্রচারের কৌশল ঠিক করে থাকেন। মোদির বারাণসী নির্বাচনে যারা ছিলেন তাঁদের মধ্যে অন্তত 30 জন এবার শিলিগুড়ি এসেছেন।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details