পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাহাড়ে মমতার সমর্থনে মিছিল মোর্চার - morcha

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজ দার্জিলিঙে মিছিল করল মোর্চার বিনয়পন্থী শিবির। মমতার সমর্থনে পাহাড়ে পোস্টারও সাঁটা হয়।

মোর্চার মিছিল

By

Published : Feb 4, 2019, 11:54 PM IST

দার্জিলিং, ৪ ফেব্রুয়ারি : CBI- কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজ দার্জিলিঙে মিছিল করল মোর্চার বিনয়পন্থী শিবির। প্ল্যাকার্ড, ফ্লেক্স নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন মোর্চা সমর্থকরা। মমতার সমর্থনে পাহাড়ে পোস্টারও সাঁটা হয়।

পোস্টারে লেখা রয়েছে, BJP সরকার CBI-কে দিয়ে প্রতিশোধের রাজনীতি করছে। বাংলায় ক্ষমতার বদল ঘটাতে চাইছে। CBI-র উপর হস্তক্ষেপ করছে। কিন্তু নরেন্দ্র মোদি ও অমিত শাহ বাংলার গণতন্ত্রকে হত্যা করতে পারবে না।

মোর্চার (বিনয়পন্থী শিবির) সহ সভাপতি সতীশ পোখরেল বলেন, "আসন্ন লোকসভা ভোটে আমরা তৃতীয় ফ্রন্টের সঙ্গে রয়েছি। বিমল গুরুং ও BJP-র পাশে এবার নেই পাহাড়ের বাসিন্দারা। তাই পাহাড়ে বিমলের সমর্থনে রাতের অন্ধকারে পোস্টারিং করে লাভ হবে না।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details