পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সংক্রমণ ঠেকাতে পাহাড়ে এল PPE, থার্মাল স্ক্যানার

কালিম্পঙে এল পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট বা PPE সহ অন্যান্য সামগ্রী। কালিম্পং সহ পাহাড়ে যাতে আর কোরোনা সংক্রমণ ছড়াতে না পারে সেই চেষ্টার কোনও কসুর করছে না GTA ।

PPE, thermal scanners
পাহাড়ে এলো PPE,থার্মাল স্ক্যানার

By

Published : Apr 4, 2020, 5:46 PM IST


কালিম্পং, 4 এপ্রিল : কোরোনা মহামারী ঠেকাতে কালিম্পঙে এল পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট বা PPE । এসেছে জীবাণুনাশক রাসায়নিক, স্যানিটাইজা়র, গ্লাভস, মাস্ক, থার্মাল স্ক্যানার, বিশেষ থার্মোমিটার সহ অন্যান্য সামগ্রীও ।এগুলির কিছুটা কালিম্পং পৌরসভাকে দেওয়া হয়েছে । বাকিটা দেওয়া হয়েছে কালিম্পং জেলা হাসপাতালকে ।

কালিম্পঙের এক মহিলা কোরোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন । তাঁর সংস্পর্শে আসা পরিবার-পরিজন সহ আরও 10 জন কোরোনা আক্রান্ত । এই অবস্থায় কালিম্পং-সহ পাহাড়ে যাতে আর কোরোনা সংক্রমণ ছড়াতে না পারে সেই চেষ্টার কোনও কসুর করছে না GTA ।

জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় পাহাড়কে কোরোনা মুক্ত করতে কালিম্পঙে চারটি সহ দার্জিলিঙ পাহাড়ে মোট 18 টি কোরোনা কোয়ারান্টাইন সেন্টার খোলা হয়েছে । এই 18টি কোয়ারানটাইনে 529 জনকে রাখার ব্যবস্থা করা হয়েছে ।

GTA চেয়ারম্যান অনিত থাপা বলেন, দার্জিলিঙের প্রাক্তন বিধায়ক অমর সিংহ রাই তাঁর 6 মাসের পেনশনের টাকায় কেনা PPE-র একটা অংশ কালিম্পঙে পাঠানো হয়েছে । শুক্রবার সন্ধ্যা নাগাদ ওই PPE সহ অন্যান্য সামগ্রী কালিম্পঙে পৌঁছেছে ।

ABOUT THE AUTHOR

...view details