দার্জিলিং, 7 জুলাই: শনিবার পঞ্চায়েত নির্বাচন । প্রস্তুতি তুঙ্গে এটা বলাইবাহুল্য । তবে ধসপ্রবণ দুর্গম পাহাড়ে নির্বাচন করা একটা বড় চ্যালেঞ্জ দার্জিলিং জেলা প্রশাসনের কাছে । কারণ, সন্ত্রাসের বাতাবরণ না থাকলেও প্রাকৃতিক প্রতিকূলতা রয়েছে । দুর্গম চড়াই উতরাই পথ আর ভারী বৃষ্টিপাত, এসবের মাঝেই নির্বাচন নিয়ে বেশ চিন্তিত জেলা প্রশাসন ।
দার্জিলিং জেলায় দুর্গম ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা 14টি । যেখানে ভোটের দু’দিন বা ভোটের আগের দিন ভোরবেলায় পৌঁছে যেতে হয় ভোটকর্মীদের । কোথাও কোথাও রাস্তার পরিস্থিতি এতোটাই খারাপ যে কোনও গাড়ি চলাচল করতে পারে না । অগত্যা পায়ে হেঁটে ওইসব ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন ভোটকর্মীরা ।
সন্ত্রাসের নিরিখে এবার দার্জিলিং জেলায় স্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা 23টি । সেখানে মোতায়েন রাখা হবে রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও । 22 বছর পর রাজ্যের ওই পার্বত্য এলাকায় ভোট হচ্ছে । 514টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ওই 23 ভোটগ্রহণ কেন্দ্রে বিশেষ নজর দিচ্ছে জেলা প্রশাসন। এর বাইরে ওই দুর্গম বুথগুলি রয়েছে বিজনবাড়ি ব্লকে । ওই সব বুথে সাত থেকে দশ কিলোমিটার হেঁটে পৌঁছাতে হবে ভোটকর্মীদের । সবথেকে দূরের বুথ সেভকে । সেই জন্য শুক্রবার ভোর 5টা নাগাদই ওই সব ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন ভোটকর্মীরা । বৃষ্টি ও ধসের বিষয় নিয়ে অতিরিক্ত সতর্ক জেলা প্রশাসন । কারণ, বিজনবাড়ি ছাড়াও মিরিক, পুলবাজার এলাকায় ধসের ঘটনা ঘটে থাকে ।