শিলিগুড়ি, ৩০ মার্চ : কাওয়াখালিতে প্রধানমন্ত্রীর সভার অনুমতি দেওয়া নিয়ে টালবাহানা করছিল রাজ্য প্রশাসন। এমনটাই অভিযোগ করেছিল BJP। যার জেরে সভাস্থল সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল অম্বিকানগরে রেলের জমিতে। কিন্তু ওই জমিতে হেলিকপ্টার নামানোর ক্ষেত্রে সমস্যা রয়েছে। তাই শেষ পর্যন্ত BJP-কে কাওয়াখালিতেই সভা করার অনুমতি দেয় SJDA (শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ)।
আজ সকালে অম্বিকানগরে সভাস্থান দেখতে গেছিলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের IG সহ শিলিগুড়ির পুলিশ কমিশনার এবং অন্যান্য পদস্থ পুলিশ কর্তারা। BJP-র তরফে সেখানে হাজির ছিলেন অরবিন্দ মেনন ও রথীন্দ্র বোস। পুলিশ কর্তারা BJP নেতাদের বলেন, "এই মাঠে হেলিকপ্টার নামানোয় সমস্যা রয়েছে।" কিন্তু BJP-র তরফে তখন স্পষ্ট জানিয়ে দেওয়া হয় এই মাঠেই সভা হবে।