কালিম্পং, 20 এপ্রিল : ক্ষতিগ্রস্ত পানীয় জল সরবরাহের পাইপ। তাই গত 15 দিন ধরে কালিম্পঙে বন্ধ রয়েছে পানীয় জল সরবরাহ। PHE-র পর কালিম্পঙে জল সরবরাহের দ্বিতীয় ব্যবস্থা হল নেওড়া(এক ধরনের জলাশয়) । আপাতত সেখানকার জল দিয়েই ঘাটতি মেটাচ্ছেন কালিম্পংবাসী । এখন লকডাউনের জেরে শিক্ষা প্রতিষ্ঠান, হোটেল বন্ধ । ফলে জলের ব্যবহারও কম । কিন্তু লকডাউন প্রত্যাহার হলে জলের সমস্যা তীব্র হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত পাইপ, কালিম্পঙে 2 সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ পানীয় জল সরবরাহ - PHE
পানীয় জল সরবরাহের পাইপ ক্ষতিগ্রস্ত । ফলে 15 দিন ধরে কালিম্পঙে জল সরবরাহ বন্ধ।
এই বিষয়ে কালিম্পঙের 36 নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি সোনম ইয়াখা জানিয়েছেন, গতকাল তিনি 16 মাইল জঙ্গল সংলগ্ন এলাকায় পাইপ পরিদর্শন করেন । পাইপ ক্ষতিগ্রস্ত হওয়ায় জল সরবরাহ বন্ধ হয়ে যায় । তাঁর আশঙ্কা, এখনই পাইপ ঠিক না করলে তীব্র জল সংকট তৈরি হতে পারে ।
কালিম্পঙের PHE-এর সুপার রাজেন প্রধান বলেন, " কালিম্পঙে PHE-র জল সরবরাহের পাইপ লাইন মান্ধাতার আমলের । লকডাউনের জেরে রক্ষণাবেক্ষণের কাজ ঠিক মতো করা যাচ্ছে না । রেলির কাছে জলের পাইপ নষ্ট হওয়ায় সমস্যা বেড়েছে । লকডাউনের জেরে শ্রমিক পাওয়াও দুষ্কর । তাই পাইপ ঠিক করা সমস্যার । তবে ঘটনাস্থান পরিদর্শন করে কী পদক্ষেপ করা যায় তা দেখা হবে । "