পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিনয়ের জনভিত্তি নেই, হারিয়েই প্রমাণ করব: গুরুংপন্থী মোর্চা - morcha

"উপনির্বাচনে বিনয় তামাংকে হারিয়ে আমরা প্রমাণ করে দেব পাহাড়ে বিনয় তামাঙের কোনও জনভিত্তি নেই ।" আজ শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে গুরুংপন্থী মোর্চার তরফে প্রবক্তা বি পি বাজগাইন এই কথা বলেন ।

বি পি বাজগাইন

By

Published : Apr 25, 2019, 10:36 PM IST

Updated : Apr 25, 2019, 10:46 PM IST

শিলিগুড়ি, 25 এপ্রিল : আগামী 19 মে দার্জিলিং বিধানসভায় উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস ও বিনয়পন্থী মোর্চার প্রার্থী হয়েছেন বিনয় তামাং নিজেই । তাই তাঁকে উপনির্বাচনে হারাতে কোমর বেঁধে নামছে গুরুংপন্থী মোর্চা ও BJP-র শরিক GNLF ও অন্য দলগুলি ।

আজ শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে গুরুংপন্থী মোর্চার তরফে প্রবক্তা বি পি বাজগাইন বলেন, "ওই শিবিরের তরফে খোদ বিনয় তামাং প্রার্থী হওয়ায় আমাদের সুবিধাই হয়েছে । উপনির্বাচনে বিনয় তামাংকে হারিয়ে আমরা প্রমাণ করে দেব পাহাড়ে বিনয় তামাঙের কোনও জনভিত্তি নেই ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গুরুংপন্থী মোর্চা নেতারা বলেন, "আসলে পাহাড়ে গায়ের জোরে GTA-তে প্রশাসক হিসেবে রয়েছেন বিনয় তামাং । কিন্তু এইভাবে আর কতদিন । তাই হিসাব কষেই তাঁকে বিধায়ক বানানোর চেষ্টা করছে রাজ্যের শাসকদল । তাহলে GTA-তে নির্বাচন না করিয়ে তাঁকেই রেখে দেওয়ার চেষ্টা হবে । আমরা সেই চেষ্টা সফল হতে দেব না । বিনয় তামাং বিধানসভা উপনির্বাচনে হেরে গেলে নৈতিক কারণেই তাঁকে GTA ছাড়তে হবে। তাই এই সুযোগ আমরা ছাড়ছি না ।" প্রসঙ্গত, আজ সন্ধেতেই GTA প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন বিনয়।

আজ গুরুংপন্থী মোর্চা নেতারা বলেন, "দার্জিলিঙে BJP ছাড়াও গুরুংপন্থী মোর্চা, GNLF, CPRM একত্রিত হয়ে লড়ছে। আমরা সব দল মিলে সর্বসম্মত ভাবে গ্রহণযোগ্য প্রার্থী দেব । সেই প্রার্থী জিতবেন ।"

গুরুংপন্থী মোর্চার তরফে বি পি বাজগাইন আরও বলেন, "গতকাল নির্বাচনে মোর্চার তরফে আমরা দুই শিবিরের কেউই আপাতত বিধানসভা উপনির্বাচনে লড়তে পারব না বলে নির্দেশ আদালত । আমরা সেই নির্দেশকে স্বাগত জানাচ্ছি । কিন্তু গতকালই ফেসবুকে বিনয় তামাং ঘোষণা করেছেন তিনি বিনয়পন্থী মোর্চার প্রার্থী । এতে আদালতের রায়কে অবমাননা করা হয়েছে । আমরা আইনের দ্বারস্থ হচ্ছি ।"

Last Updated : Apr 25, 2019, 10:46 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details