পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দাড়িভিটকাণ্ড : শিলিগুড়িতে বানচাল বাংলা ভাষা বাঁচাও কমিটির পদযাত্রা ও সভা

আজ দাড়িভিটকাণ্ডের বর্ষপূর্তি উপলক্ষ্যে শিলিগুড়িতে একটি পদযাত্রা ও সভার আয়োজন করে বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটি ৷ কিন্তু, পুলিশের কাছ থেকে অনুমতি না মেলায় তা বানচাল হয়ে যায় ৷

মুকুন্দ রায়

By

Published : Sep 20, 2019, 1:09 PM IST

Updated : Sep 20, 2019, 1:31 PM IST

শিলিগুড়ি, 20 সেপ্টেম্বর : তাপস বর্মণ ও রাজেশ সরকারের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে আজ শিলিগুড়িতে পদযাত্রার ডাক দিয়েছিল বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটি । কথা ছিল, হিলকার্ট রোড, সেবক রোড ও বিধান রোডে হবে পদযাত্রা । তবে, তার অনুমতি মেলেনি । তাই, বাতিল হয়ে গেল পদযাত্রা । সেই সঙ্গে হাসমিচক সভা হওয়ার কথা ছিল । অনুমতি না মেলায় তাও বাতিল হয়ে যায় ।

এবিষয়ে বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটির সভাপতি মুকুন্দ রায় বলেন, "এই পদযাত্রার জন্য আগে থেকেই আমরা পুলিশের কাছে আবেদন করেছিলাম । গতরাতে থানায় গিয়ে জানতে পারি আমাদের আবেদনপত্র ওরা ট্র্যাফিক পুলিশকে পাঠিয়েছে ৷ এরপর আমরা ট্র্যাফিক পুলিশ ও ডেপুটি কমিশনারের অফিসে যাই ৷ সেখানে কমিশনারেট অফিসে খোঁজ নিতে বলা হয় ৷ আমরা কমিশনারেট অফিসেও গেছিলাম ৷ সেখানে কিছুই বলা হয়নি । অনুমতি এখনও পায়নি । অনুমতি বাতিলও হয়নি ।" তিনি আরও বলেন, "হাসমিচকে মাইক বাজিয়ে সভার অনুমতি দেয়নি পুলিশ । মাইক না বাজালে সভা হবে কেমন করে ? তাই সভা বাতিল হয়ে গেছে ।" তাঁর দাবি, নিহত দুই ছাত্রের স্মৃতিতে শহিদ স্মারক তৈরি করুক সরকার । পাশাপাশি এই ঘটনার নিরপেক্ষ তদন্তেরও দাবি করেছেন তিনি । মুকুন্দবাবু আরও বলেন, "জোর করে উর্দু চাপিয়ে দেওয়ার প্রতিবাদে নিজের ভাষার জন্য লড়েছিল ওই দুই ছাত্র । তাই এই দিনটি আমরা বাংলা ভাষা দিবস হিসেবে পালন করছি ।"

ভিডিয়োয় শুনুন মুকুন্দ রায়ের বক্তব্য

গতবছর 20 সেপ্টেম্বর ইসলামপুর ব্লকের দাড়িভিট স্কুলে বাংলা শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ শুরু করে পড়ুয়ারা । শুরু হয় ছাত্র-পুলিশ সংঘর্ষ । গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দুই প্রাক্তন ছাত্রের ।

Last Updated : Sep 20, 2019, 1:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details