পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ট্রাকের ধাক্কায় ট্যাঙ্কারে আগুন, মৃত 1

ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মৃত্যু এক ট্যাঙ্কার ড্রাইভারের ৷ মৃতের নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি ৷ ঘটনার তদন্তে নেমেছে কার্সিয়ং থানার পুলিশ ৷

তখনও জ্বলছে  ট্যাঙ্কার ও  ট্রাক
তখনও জ্বলছে ট্যাঙ্কার ও ট্রাক

By

Published : Jan 29, 2021, 6:31 PM IST

দার্জিলিং, 29 জানুয়ারি : ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক ট্যাঙ্কার চালকের ৷ ঘটনাটি ঘটেছে দার্জিলিং জেলার কার্সিয়ং মহকুমার কালিঝোরার 10 নম্বর জাতীয় সড়কে ৷ গতকাল রাত দুটো নাগাদ ট্যাঙ্কারটিকে পিছন থেকে ধাক্কা মারে একটি ট্রাক ৷ ঘটনার জেরে সারা রাত জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে ৷ ঘটনাটির পর থেকেই ঘাতক ট্রাকের ড্রাইভার পলাতক ৷

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, জাতীয় সড়কে ট্যাঙ্কারটি দাঁড়িয়ে ছিল ৷ হঠাৎই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ট্যাঙ্কারটিকে ধাক্কা মারে ৷ ট্যাঙ্কারটি তেল ভর্তি হওয়ায় ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই দাউ দাউ করে জ্বলে ওঠে ট্যাঙ্কারটি ৷ ভিতরেই ঘুমোচ্ছিলেন ট্রাকের ড্রাইভার ৷ বিধ্বংসী আগুন লাগায় কোনওভাবেই তাকে ট্যাঙ্কার থেকে বের করা যায়নি ৷

স্থানীয়রা জানান, আগুনের ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে কেনওভাবেই তা নেভানো যায়নি ৷ খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থানে পৌঁছায় দমকলের 4টি ইঞ্জিন ৷ কিন্তু আগুন নেভানোর সমস্ত পরিকল্পনাই বিফলে যায় ৷ অবশেষে ট্যাঙ্কারের তেল শেষ হয়ে যাওয়ার পর আগুনের ভয়াবহতা কমলে আগুন নিয়ন্ত্রনে আসে ৷

আরও পড়ুন:মাটিগাড়ায় অস্ত্র উদ্ধারে নয়া টুইস্ট

কার্সিয়ং থানার পুলিশ জানায়, নিয়ন্ত্রণ হারিয়েই পেছন থেকে সজোরে ধাক্কা মারে ট্রাকটি ৷ ঘটনার পর থেকেই ট্রাক ড্রাইভার পলাতক ৷ ড্রাইভারের উদ্দেশে হুলিয়া জারি করেছে পুলিশ ৷ ট্রাক ড্রাইভারের দেহাবশেষ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ এখনও পর্যন্ত ড্রাইভারের নাম পরিচয় জানা যায়নি ৷

অন্যদিকে ঘটনার পর থেকেই জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ৷ আজ সকাল সাড়ে আটটা নাগাদ জাতীয় সড়ক খালি করে পুলিশ ৷ যান চলাচল স্বাভাবিক হয় ৷ যদিও এলাকাবাসী ঘটনাটির জন্য কাঠগোড়ায় তুলেছে পুলিশ প্রশাসনকে ৷

ঘটনায় দুঃখপ্রকাশ করে কার্সিয়ঙের মহকুমাশাসক অভিষেক চৌরাশিয়া বলেন, "পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে। যান চলাচল স্বাভাবিক হয়েছে। পুলিশ ঘটনাস্থলে তদন্ত করে দেখছে ৷ "

ABOUT THE AUTHOR

...view details