পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Online IPL Betting: আইপিএলে অনলাইন বেটিংয়ের অভিযোগ, শিলিগুড়িতে গ্রেফতার এক - শিলিগুড়িতে বেটিংয়ের অভিযোগে ধৃত 1

আইপিএল ম্যাচ চলাকালীন বেটিংয়ের অভিযোগে গ্রেফতার করা হল একজনকে ৷ বুধবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশ ৷

ETV Bharat
ধৃত

By

Published : May 11, 2023, 3:35 PM IST

শিলিগুড়ি, 11 মে: অনলাইনে আইপিএলে বেটিং করার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি । বুধবার রাতে ওই ব্যক্তিকে অভিযান চালিয়ে গ্রেফতার করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশ । বুধবার রাতে চেন্নাই বনাম দিল্লি ক্যাপিটালসের খেলা ছিল । আর সেই খেলাতেই অনলাইন বেটিং করছিল ধৃত ব্যক্তি । এমনটাই জানা গিয়েছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি পৌরনিগমের শরৎচন্দ্রপল্লী এলাকা থেকে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ । ধৃতকে বৃহস্পতিবার পাঠানো হয় জলপাইগুড়ি আদালতে । ধৃত ব্যক্তির নাম বাসুদেব সাহা । বয়স 43 বছর । বুধবার রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল খেলায় অনলাইনের মাধ্যমে বেটিং করেছিলেন ওই ব্যক্তি । খবর পেয়ে শরৎচন্দ্রপল্লী এলাকায় অভিযান চালায় পুলিশ । ধৃতের কাছ থেকে উদ্ধার হয় দুটি মোবাইল ফোন ও নগদ 6 হাজার 900 টাকা ।

প্রতি বছরই আইপিএলে বেটিংয়ের অভিযোগ ওঠে শহরে । গত বছরও অভিযান চালিয়ে বিহারের চার ব্যক্তিকে গ্রেফতার করেছিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট । উদ্ধার হয়েছিল বেটিং মেশিন এবং নগদ তিন লক্ষ টাকা । প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বেটিংয়ের নির্দিষ্ট অ্যাপে ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই বেটিং চলে । অনলাইনে নগদ লেনদেন হয় অ্যাপের মাধ্যমে । এক অ্যাপে দেশের যে কোনও প্রান্ত থেকে বেটিংয়ে অংশ নেওয়া যায় । শহরে বেটিং চলছে কি না, তার জন্য বিভিন্ন হোটেল ও মলে বিশেষভাবে কড়া নজর রেখেছে পুলিশ । নজর রাখা হচ্ছে ভিন রাজ্য বা জেলা থেকে আগতদের উপরেও । এছাড়াও অনলাইনে বেটিং চলছে কি না, তা নজর রাখছে সাইবার ক্রাইম বিভাগও । এই বিষয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন, "অনলাইনে আইপিএলে বেটিং করার জন্য একজনকে গ্রেফতার করা হয়েছে । আর কেউ এর সঙ্গে জড়িত রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে ।"

আরও পড়ুন :ক্রিকেট বেটিংয়ে খোয়া গিয়েছে 100 কোটি ! 12 বছরেও হুঁশ ফেরেনি হায়দরাবাদের বাসিন্দার

ABOUT THE AUTHOR

...view details