পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

North Bengal University: দেড় মাসের মাথায় ফের বদল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে - রাজভবন

দেড় মাস আগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য করা হয় সঞ্চারী মুখোপাধ্যায়কে ৷ সোমবার তাঁকে সরিয়ে দায়িত্ব দেওয়া হল ড. রথীন বন্দ্যোপাধ্যায়কে ৷ সোমবার রাজভবনের তরফে এই নির্দেশিকা পাঠানো হয় ৷ নতুন অন্তর্বর্তীকালীন উপাচার্য দায়িত্বও নেন এ দিনই ৷

North Bengal University
North Bengal University

By

Published : Jul 17, 2023, 8:07 PM IST

দার্জিলিং, 17 জুলাই: ফের বদল হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য । উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নতুন অন্তর্বর্তীকালীন উপাচার্য হলেন ড. রথীন বন্দ্যোপাধ্যায় । দেড় মাসের মধ্যে ফের উপাচার্য বদল হওয়ায় স্বভাবতই বিতর্ক দানা বেঁধেছে শিক্ষামহলে ।

সোমবারই রাজভবন থেকে রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস নতুন উপাচার্য নিয়োগ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেন ৷ নির্দেশিকা পাওয়ামাত্র নিজের দায়িত্ব গ্রহণ করেন রথীন বন্দ্যোপাধ্যায় । তাঁকে পরবর্তী নির্দেশিকা জারি হওয়া পর্যন্ত ওই দায়িত্ব দেওয়া হয়েছে । এর আগে অন্তর্বর্তীকালীন উপাচার্য ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইকোনমিকসের বিভাগীয় প্রধান সঞ্চারী মুখোপাধ্যায় । রথীন বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন, কলা ও বাণিজ্য বিভাগের ডিনের দায়িত্ব সামলাচ্ছিলেন । তাঁর বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে গবেষণা ও শিক্ষকতার 23 বছরের অভিজ্ঞতা রয়েছে । এ দিন তিনি দায়িত্বভার গ্রহণ করতেই তাঁকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের কর্মী ও আধিকারিকরা ।

রথীন বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি এদিনই নির্দেশিকা পেয়েছি । উপাচার্য হিসেবে আমি দায়িত্ব গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ করেছি । আমি 20 বছর ধরে বিশ্ববিদ্যালয়ে কাজ করছি । আমি বিশ্ববিদ্যালয়কে খুব ভালোমতো চিনি এবং বুঝি । সবার সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধান করব । এটা একটা বড় দায়িত্ব ।"

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য ড. রথীন বন্দ্যোপাধ্যায়

প্রসঙ্গত, চলতি বছরের 19 মে অন্তর্বর্তীকালীন উপাচার্যর মেয়াদ শেষ হয়েছিল ওমপ্রকাশ মিশ্রের । এরপর উপাচার্য করা হয় সঞ্চারী মুখোপাধ্যায়কে । দেড় মাসের মাথায় ফের একবার উপাচার্য বদল ঘিরে বিতর্ক দানা বেঁধেছে বিশ্ববিদ্যালয়ের অন্দরেই । এদিকে, ওই বিশ্ববিদ্যালয়ের শেষ স্থায়ী উপাচার্য ছিলেন সুবীরেশ ভট্টাচার্য৷ নিয়োগ দুর্নীতিতে তিনি গ্রেফতার হওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয় অন্তর্বর্তীকালীন উপাচার্য দিয়ে পরিচালিত হচ্ছে । এতে বিশ্ববিদ্যালয় পরিচালনায় বেশ সমস্যায় পড়তে হচ্ছে কর্তৃপক্ষকেও ।

আরও পড়ুন:উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জমি বেআইনিভাবে হস্তান্তরের অভিযোগে বিক্ষোভ বিজেপির

একই পরিস্থিতি রেজিস্ট্রার পদেও । স্থায়ী উপাচার্য না থাকায় স্থায়ী রেজিস্ট্রার ও স্থায়ী ফিনান্স অফিসার নিয়োগ করা সম্ভব হচ্ছে না । সেই দু’টো পদেও অন্তর্বর্তীকালীন হিসেবে দায়িত্বভার সামলাতে হচ্ছে আধিকারিকদের । তবে আচমকা কেন সঞ্চারী মুখোপাধ্যায়কে সরানো হল, তা নিয়ে ধোঁয়াশা থেকেই গিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details