দার্জিলিং, 17 জুলাই: ফের বদল হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য । উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নতুন অন্তর্বর্তীকালীন উপাচার্য হলেন ড. রথীন বন্দ্যোপাধ্যায় । দেড় মাসের মধ্যে ফের উপাচার্য বদল হওয়ায় স্বভাবতই বিতর্ক দানা বেঁধেছে শিক্ষামহলে ।
সোমবারই রাজভবন থেকে রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস নতুন উপাচার্য নিয়োগ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেন ৷ নির্দেশিকা পাওয়ামাত্র নিজের দায়িত্ব গ্রহণ করেন রথীন বন্দ্যোপাধ্যায় । তাঁকে পরবর্তী নির্দেশিকা জারি হওয়া পর্যন্ত ওই দায়িত্ব দেওয়া হয়েছে । এর আগে অন্তর্বর্তীকালীন উপাচার্য ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইকোনমিকসের বিভাগীয় প্রধান সঞ্চারী মুখোপাধ্যায় । রথীন বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন, কলা ও বাণিজ্য বিভাগের ডিনের দায়িত্ব সামলাচ্ছিলেন । তাঁর বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে গবেষণা ও শিক্ষকতার 23 বছরের অভিজ্ঞতা রয়েছে । এ দিন তিনি দায়িত্বভার গ্রহণ করতেই তাঁকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের কর্মী ও আধিকারিকরা ।
রথীন বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি এদিনই নির্দেশিকা পেয়েছি । উপাচার্য হিসেবে আমি দায়িত্ব গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ করেছি । আমি 20 বছর ধরে বিশ্ববিদ্যালয়ে কাজ করছি । আমি বিশ্ববিদ্যালয়কে খুব ভালোমতো চিনি এবং বুঝি । সবার সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধান করব । এটা একটা বড় দায়িত্ব ।"