শিলিগুড়ি,১১ জুন: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে ব্ল্যাক ফাংগাস বা মিউকোরমইকোসিস চিকিৎসার রিজিওনাল হবে হিসেবে স্বীকৃতি দিল রাজ্য সরকার । রাজ্যের মধ্যে ব্ল্যাক ফাংগাস চিকিৎসার জন্য স্টেট হাব করা হয়েছে ইনিস্টিটিউট অফ পোস্ট গ্র্রাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমআর)কে । রাজ্যে দু‘টো মাত্র রিজিওনাল হাব করেছে রাজ্য স্বাস্থ্য দফতর । তার মধ্যে দক্ষিণবঙ্গের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ এবং উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে রিজিওনাল হাব করা হয়েছে ।
উত্তরবঙ্গের আট জেলার সরকারি এবং বেসরকারি হাসপাতালে ব্ল্যাক ফাংগাসের সংক্রমিত সমস্ত রোগের চিকিৎসা করা হবে । শুক্রবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের একটি প্রেক্ষাগৃহে ব্ল্যাক ফাংগাসের উপর একটি সেমিনারের আয়োজন করা হয় । সেমিনারে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা, সুপার সঞ্জয় মল্লিক, ডিন সন্দীপ সেনগুপ্ত সহ প্রত্যেক বিভাগের বিভাগীয় প্রধান এবং ইন্টার্ন পড়ুয়ারা উপস্থিত ছিলেন । ব্ল্যাক ফাংগাসের যাবতীয় চিকিৎসা করার পরেও যদি কোনও রোগীর প্লাস্টিক সার্জারির প্রয়োজন পড়ে তখন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তৃপক্ষের তরফ থেকেই নিখরচায় সেই রোগীকে এসএসকেএম অথবা আইপিজিএমআরে পাঠানো হবে । এদিনের সেমিনারের মধ্যে দিয়েই ব্ল্যাক ফাংগাসের সংক্রমিত রোগীদের চিকিৎসার একটি রূপরেখা তৈরি করে ফেলেন হাসপাতাল কর্তৃপক্ষ । সেই গাইডলাইন সেমিনারের পর স্বাস্থ্য ভবনে পাঠিয়ে রাজ্য সরকারের তরফে একটি নির্দিষ্ট গাইডলাইন জারি করা হবে ।