পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দার্জিলিঙে জোড়া জয়ে গুরুংকে ফেরানোর আহ্বান মোর্চার - bimal gurung

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতাশ্যায় জল ঢেলে দার্জিলিং লোকসভা আসনটি নিজেদের দখলেই রেখেছে BJP । লক্ষাধিক ভোটের মার্জিনে সেখানে জিতেছেন BJP-র রাজু বিস্তা । পাশাপাশি উপনির্বাচনে বিনয় তামাঙের হারে বাড়তি উল্লাস গুরুঙ শিবিরেও ।

ফাইল ফোটো

By

Published : May 24, 2019, 3:45 AM IST

Updated : May 24, 2019, 8:54 AM IST

দার্জিলিং, 24 মে : হারের জেরে পাহাড়ে নতুন করে অশান্তি হতে পারে, এই আশঙ্কা করছে তৃণমূল শিবির । পাহাড়ে পরাজিত তৃণমূল কংগ্রেস ও বিনয় তামাঙের মোর্চা । লোকসভা ও দার্জিলিঙ বিধানসভায় BJP-র জয় মিলতেই বিমল গুরুংকে কার্যত পাহাড়ে ফেরানোর দাবি তুলতে শুরু করেছেন গুরুঙ অনুগামীরা ।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতাশ্যায় জল ঢেলে দার্জিলিং লোকসভা আসনটি নিজেদের দখলেই রেখেছে BJP । লক্ষাধিক ভোটের মার্জিনে সেখানে জিতেছেন BJP-র রাজু বিস্তা । পাশাপাশি উপনির্বাচনে বিনয় তামাঙের হারে বাড়তি উল্লাস গুরুং শিবিরেও । গতকাল জোড়া জয়ের পর গুরুং অনুগামী মোর্চা নেতা B P বাজগাইন স্পষ্ট বলেন, "দার্জিলিঙে জোড়া জয়ে বিমল গুরুংকে ফেরানোর আহ্বান করছেন তিনি । পাহাড়ের এই ফলাফল তাঁর প্রতিই মানুষের আস্থা আছে বলে প্রমাণিত হল ।" তিনি আরও বলেন, "দীর্ঘদিন ধরেই অন্তরালে বিমল গুরুং । দিন কয়েক আগেই আদালতে জামিনের আবেদন করতে আসছেন শুনে পুলিশ ঝাঁপিয়ে পড়ে । তাঁকে পাহাড়ে আসতে দেয়নি স্বৈরাচারী শাসকদল । কিন্তু তারা যে জনবিচ্ছিন্ন তা এবার প্রমাণ হয়ে গেছে । আমরা চাই এবার গুরুং ফিরে আসুন । তাঁকে অভ্যর্থনা জানাতে আমরা তৈরি ।"

BJP কর্মীদের উল্লাস

লোকসভা আসনে সদ্য জয়ের পর BJP-র রাজু বিস্তা বলেন, "মানুষ অত বোকা নয় । আমরা জোটসঙ্গীরা ঐক্যবদ্ধ হয়ে জয় পেয়েছি । সহযোদ্ধাদের পাশেই থাকব ।" অন্যদিকে বিধানসভা উপনির্বাচনে জয়ী GNLF নেতা ও নির্দল প্রার্থী নিরজ জিম্বা বলেন, "পাহাড়ের রাজনীতিতে তৃণমূল অপ্রাসঙ্গিক । তাদের মানুষ সমর্থন করে না । আমাদের জোটসঙ্গী বিমল গুরুং ছাড়াও লড়াই করেছি । এই লড়াই আমাদের দেখিয়েছে একতাই শক্তি মেলে । পাহাড়ের প্রত্যাশা পূরণে মানুষের দাবির প্রতি আমাদের সমর্থন থাকবে । আইনি লড়াই লড়ছেন গুরুং । এই লড়াইতে তার পাশে রয়েছি আমরাও । পাহাড়ের দাবি আদায়ে আমি সচেষ্ট থাকব । পাশাপাশি এবার দ্রুত GTA-তেও নির্বাচন চাই আমরা ।"

Last Updated : May 24, 2019, 8:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details