পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মোদি মিশনের দপ্তর দখল BJP-র মণ্ডল সভাপতির - siliguri

শিলিগুড়ির গেটবাজারে মোদি মিশনের দপ্তর দখল করলেন BJP-র মণ্ডল সভাপতি ।

BJP-র কার্যালয়

By

Published : Apr 30, 2019, 11:55 AM IST

শিলিগুড়ি, 30 এপ্রিল : মোদি মিশনের দপ্তর দখল করল BJP-র মণ্ডল সভাপতি । ঘটনাটি শিলিগুড়ির গেটবাজারের ।

মোদি মিশনের নেতাদের অভিযোগ, বহুদিন ধরেই গেটবাজার এলাকায় মোদি মিশনের অফিস চলছিল । গতকাল সেই অফিস দখল করে নিয়েছে BJP-র মণ্ডল সভাপতি । এই অফিস দখল করতে নেতৃত্ব দেন মণ্ডল সভাপতি কাজল বিশ্বশর্মা ।

মোদি মিশনের নেতা পরিমল সূত্রধর বলেন, "আমরাও BJP । আমাদের লক্ষ্য একই । কিন্তু দলের পদাধিকারীরা আমাদের পাত্তা দেন না । এই নিয়ে আমরা কিছু বলতে চাই না ।"

6 নম্বর মণ্ডলের সভাপতি কাজলবাবু বলেন, "এটা দখলের বিষয় নয় । ভোটের সময় অন্য জায়গায় ভাড়া নিয়ে আমরা অফিস চালিয়েছি । এই অফিস দলেরই । আমার কাছেও চাবি আছে । কিন্তু খুঁজে পাচ্ছিলাম না । তাই তালা ভেঙেছি । আমরা দুইপক্ষই মিলেমিশে কাজ করছি । কোথাও বিরোধ নেই ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details