শিলিগুড়ি, 8 মে : রাজনৈতিক ভেদাভেদ ভুলে সৌজন্যের নজির গড়লেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ । বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করে কলকাতা থেকে শিলিগুড়িতে পা রেখেই মূল প্রতিদ্বন্দ্বী তথা রাজনৈতিক গুরু বাম নেতা অশোক ভট্টাচার্যের বাড়িতে গেলেন তিনি ৷ আশীর্বাদ নিলেন ৷
শনিবার বিকেলে বাগডোগরা বিমানবন্দর থেকে সোজা অশোক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যান শঙ্কর । অশোক ভট্টাচার্য সঙ্গে দেখা করার বিষয়টিকে সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ বলে জানিয়েছেন তিনি ৷ তারপরে রাজনৈতিক মহলে প্রশংসিত হয়েছেন বিধায়ক । শুভেচ্ছা হিসেবে অশোক ভট্টাচার্যর হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন । দুজনের মধ্যে শহরের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় । পাশাপাশি অশোকবাবুর করোনা ভ্যাকসিন নেওয়া হয়েছে কিনা, তাঁর শারিরীক সুস্থতার বিষয়ে খবরাখবর নেন নব নির্বাচিত বিধায়ক।
শঙ্কর ঘোষকেও তাঁর নতুন রাজনৈতিক জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন অশোক ভট্টাচার্য ।