পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শপথ নিয়েই গুরু দর্শনে অশোকের বাড়িতে বিধায়ক শঙ্কর - অশোক ভট্টাচার্য

শনিবার বিকেলে বাগডোগরা বিমানবন্দর থেকে সোজা অশোক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যান শঙ্কর । অশোক ভট্টাচার্য সঙ্গে দেখা করার বিষয়টিকে সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ বলে জানিয়েছেন তিনি ৷

গুরু দর্শনে বিধায়ক শঙ্কর
গুরু দর্শনে বিধায়ক শঙ্কর

By

Published : May 8, 2021, 7:26 PM IST

Updated : May 8, 2021, 10:04 PM IST

শিলিগুড়ি, 8 মে : রাজনৈতিক ভেদাভেদ ভুলে সৌজন্যের নজির গড়লেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ । বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করে কলকাতা থেকে শিলিগুড়িতে পা রেখেই মূল প্রতিদ্বন্দ্বী তথা রাজনৈতিক গুরু বাম নেতা অশোক ভট্টাচার্যের বাড়িতে গেলেন তিনি ৷ আশীর্বাদ নিলেন ৷

শনিবার বিকেলে বাগডোগরা বিমানবন্দর থেকে সোজা অশোক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যান শঙ্কর । অশোক ভট্টাচার্য সঙ্গে দেখা করার বিষয়টিকে সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ বলে জানিয়েছেন তিনি ৷ তারপরে রাজনৈতিক মহলে প্রশংসিত হয়েছেন বিধায়ক । শুভেচ্ছা হিসেবে অশোক ভট্টাচার্যর হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন । দুজনের মধ্যে শহরের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় । পাশাপাশি অশোকবাবুর করোনা ভ্যাকসিন নেওয়া হয়েছে কিনা, তাঁর শারিরীক সুস্থতার বিষয়ে খবরাখবর নেন নব নির্বাচিত বিধায়ক।
শঙ্কর ঘোষকেও তাঁর নতুন রাজনৈতিক জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন অশোক ভট্টাচার্য ।

শপথ নিয়েই গুরু দর্শনে অশোকের বাড়িতে বিধায়ক শঙ্কর
অশোক ভট্টাচার্য বলেন, "প্রতিদ্বন্দ্বিতা যাই হোক না কেন, একজন নির্বাচিত বিধায়ক আমার সঙ্গে দেখা করতে এসেছেন । আমার দেখা করা দায়িত্ব । করোনা পরিস্থিতি মোকাবিলায় অবশ্যই সাহায্য করব । কিন্তু বিজেপির বিরুদ্ধে যেমন লড়াই আমাদের চলছিল তাই চলবে ।"

আরও পড়ুন : ভ্যাকসিনের প্রথম ডোজ় নিলেন সস্ত্রীক অজিঙ্কা রাহানে

শঙ্কর ঘোষ বলেন, "দীর্ঘদিন দু’জনে একসঙ্গে রাজনীতি করেছি । বিশেষ করে 2011 সালের পর থেকে বিভিন্ন আন্দোলন এবং কর্মসূচিতে একসঙ্গে ছিলাম । অশোকবাবু দীর্ঘদিন মন্ত্রী এবং শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক ছিলেন । তাঁর সঙ্গে কাজ করে যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটাকেই আগামীতে কাজে লাগাতে চাই । "

Last Updated : May 8, 2021, 10:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details