পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"গোলাপ রায় হুঁশিয়ার", মন্ত্রীর নেতৃত্বে CPI(M) কাউন্সিলরের বাড়ি ঘেরাও তৃণমূলের - golap roy

স্থানীয় তৃণমূলের নেতৃত্বের অভিযোগ, 34 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কার্যালয় দখল করেছে স্থানীয় CPI(M) নেতৃত্ব । এর জেরেই মিছিলে নামে তৃণমূলের কর্মী সমর্থকরা । এর জেরে ওই ওয়ার্ডের মোড় বাজার এলাকায় দিনভর চলে উত্তেজনা । সন্ধের আগেই দখল মুক্ত করা হয় ওই কার্যালয় ।

CPI(M) কাউন্সিলরের বাড়ি ঘেরাও তৃণমূলের

By

Published : May 30, 2019, 1:35 PM IST

Updated : May 30, 2019, 1:46 PM IST

শিলিগুড়ি, 30 মে : তখন রাত প্রায় 9 টা । CPI(M) নেতার বাড়ি ঘেরাও করে চলল বিক্ষোভ । সুর ছিল "গোলাপ রায় হুঁশিয়ার" । উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দেব । ঘটনায় আতঙ্কিত শিলিগুড়ি পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলর গোলাপ রায় ।

স্থানীয় তৃণমূলের নেতৃত্বের অভিযোগ, 34 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কার্যালয় দখল করেছে CPI(M) । এর জেরেই মিছিলে নামে তৃণমূলের কর্মী সমর্থকরা । ওই ওয়ার্ডের মোড় বাজার এলাকায় দিনভর চলে উত্তেজনা । সন্ধের আগেই দখলমুক্ত করা হয় ওই কার্যালয় । ঘটনাস্থানে এসে উপস্থিত হন তৃণমূলের জেলা সভাপতি তথা মন্ত্রী গৌতম দেব । এরপর তিনি ওই এলাকায় শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করেন । পুলিশ প্রহরায় চলে মিছিল । মিছিল কিছুক্ষণের মধ্যেই স্থানীয় CPI(M) কাউন্সিলর গোলাপ রায়ের বাড়ির সামনে পৌঁছায় । সেখানেই সুর চড়ান তৃণমূল কর্মীরা ।

এবিষয়ে গৌতম দেব বলেন, দলীয় কার্যালয়ের তালা ভেঙে দখল নিয়েছিল CPI(M) । যদিও সেটি পুনরুদ্ধার করা হয় । আগামীদিনে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তাই স্থানীয় কাউন্সিলরের বাড়ির সামনে গিয়ে শান্তিপূর্ণভাবেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে । ভবিষ্যতে যদি লাল আর গেরুয়া মিলে তৃণমূলের কার্যালয় দখলের চেষ্টা করে বা তৃণমূল কর্মীদের উপর হামলা করে সেক্ষেত্রে সর্বাত্মক প্রতিরোধ করা হবে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এবিষয়ে স্থানীয় CPI(M) কাউন্সিলর গোলাপ রায় বলেন, "ওই কার্যালয়টি আমাদেরই ছিল । বিধানসভা নির্বাচনের পর গায়ের জোরে তৃণমূল ওটা দখল করেছিল । লোকসভা নির্বাচনের পর সেটি পরিত্যক্ত হয়ে পড়েছিল । তাই সেখানে আমাদের দলীয় ফ্ল্যাগ লাগানো হয়েছিল । যদিও ফের গায়ের জোরে তা দখল করল তৃণমূল । এটা কোনও নতুন ঘটনা নয় । আমরা অভ্যস্ত তৃণমূলের এমন কর্মকাণ্ডে ।"

Last Updated : May 30, 2019, 1:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details