পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মহল্লা কোয়ারানটিনই ভরসা পাহাড়ের ভিন রাজ্য ফেরত শ্রমিকদের - দার্জিলিং

দার্জিলিংয়ের বিভিন্ন এলাকায় স্থানীয়দের উদ্যোগে তৈরি হয়েছে মহল্লা কোয়ারানটিন সেন্টার ৷ সরকারি সেন্টারের জায়গা না পাওয়া শ্রমিক, পড়ুয়াদের এই মহল্লা কোয়ারানটিনই ভরসা জোগাচ্ছে ৷

Breaking News

By

Published : Jun 6, 2020, 1:15 PM IST

দার্জিলিং, 5 জুন : কোরোনা সংক্রমণ ঠেকাতে পাহাড়ে ভিন রাজ্য ফেরতদের মহল্লা কোয়ারানটিনই ভরসা । শ্রমিক, পড়ুয়া, চিকিৎসা ও কর্মসূত্রে ভিন রাজ্যে থাকা পাঁচ হাজারের বেশি শ্রমিক ইতিমধ্যেই দার্জিলিংয়ে ফিরে এসেছেন । তাঁদের অনেকেরই সরকারি কোয়ারানটিনে জায়গা হয়নি ৷ ফলে পাড়ার মহল্লার কোয়ারানটিনেই থাকতে হচ্ছে তাদের ।

রিম্বিক থেকে তাকদা, তিস্তাভ্যালি, মিরিক সহ পাহাড়ের বিভিন্ন জায়গায় স্থানীয়দের সহযোগিতায় তৈরি মহল্লার কোয়ারানটিনের সংখ্যা দুই শতাধিক । লোকবসতি থেকে কিছুটা দূরে এই মহল্লা কোয়ারানটিন তৈরি করা হয়েছে । মিরিকের মহকুমা শাসক অশ্বিনী কুমার রায় জানান, "শুধু মিরিক মহকুমাতেই 120টি মহল্লা কোয়ারানটিন রয়েছে । সেখানে চেন্নাই, দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা সহ ভিন রাজ্য ফেরত শ্রমিকদের পৃথক পৃথক রাখার ব্যবস্থা রয়েছে । স্বাস্থ্য কর্মীরা পালা করে সেগুলিতে খোঁজখবর নিচ্ছেন । এখনও পর্যন্ত মিরিক মহকুমাতেই হাজারের বেশি ভিন রাজ্য ফেরত শ্রমিক, পড়ুয়ারা এসেছেন । তাঁদের অনেককেই হোম কোয়ারানটিন অথবা মহল্লা কোয়ারানটিন কিংবা সরকারি সেন্টারে রাখা হয়েছে ।"

কিন্তু মহল্লা কোয়ারানটিনের ব্যবস্থা না থাকলে সমস্যা হতো একথা স্বীকার করে নিয়েছেন তিনি । দার্জিলিং ও কালিম্পং জেলার পাহাড়ি এলাকায় এইমুহূর্তে তিন শতাধিক ভিন রাজ্য ও জেলা ফেরত শ্রমিক ও পড়ুয়ারা রয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details