শিলিগুড়ি, 20 জানুয়ারি : NRC নিয়ে চিন্তা করবেন না । আমি আছি । কেউ গায়ে হাত দিতে পারবে না । কেউ অধিকার কাড়তে পারবে না । CAA নিয়েও চিন্তা করবেন না । আমি আপনাদের সঙ্গে আছি । আর আমি আছি মানে আমার সঙ্গে বাংলার 100 শতাংশ মানুষ আছে । উত্তরবঙ্গ উৎসবের মঞ্চ থেকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ বিকেলে শিলিগুড়ির শিব মন্দিরে আঠারোখাই ময়দানে উত্তরবঙ্গ উৎসবের সূচনা করেন । সেখান থেকেই NRC- CAA বিরোধী বার্তা দেন ।
কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেন, "NRC- CAA নিয়ে বাইরের একটা কে কী বলল তাতে আমাদের কিছু এসে যায় না । এই রাজ্য আমাদের, এই মাটি আমাদের । নিজেরা নিজেদের মতো ভালোভাবে কাজ করুন । শান্তিতে থাকুন । চিন্তা করবেন না । মনে রাখবেন আমি শুধু ভোটের সম আপনাদের পাহারা দিতে আসি না । 24x7 আমি আপনাদের পাহারাদার । ভোটের পাহারাদার নই । মানুষকে দেখার পাহারাদার । মানুষের বিরুদ্ধে কিছু হোক, তা আমরা চাই না ।"
প্রতিবছরের মতো এবারও উত্তরবঙ্গ উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী । উদ্বোধন করলেন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের নতুন ভবনের । একই সঙ্গে উত্তরবঙ্গের 8 জেলার 9 নবরত্নকে সম্মান জানান । বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আমি মানুষ । আমার মান এবং হুঁশ দু'টোই আছে । যারা অশান্তি ঝগড়া তৈরি করতে চাইছে তাদের প্ররোচনায় পা দেবেন না । বাঙালি, বিহারি অথবা হিন্দু বা মুসলিম প্রত্যেকের রক্ত লাল । প্রত্যেককেই আমার প্রয়োজন । সকলকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলায় থাকতে চাই ।" উৎসবের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী আরও একবার জানিয়ে দেন এ রাজ্যে নাগরিকত্ব আইন কার্যকর হবে না । কার্যকর হবে না NRC । এমনকী জনগণনার ক্ষেত্রে নির্দিষ্ট যে ফর্ম রয়েছে তাতে বাবা মায়ের জন্ম তারিখ এবং জন্মস্থানে দেওয়ার কথা বলা হয়েছে । তা প্রত্যাহার করা না হলে সেই NPR হবে না রাজ্যে ।