পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata on Darjeeling Development : পাহাড়ের উন্নয়নে সবরকম সহযোগিতা করব, আশ্বাস মুখ্যমন্ত্রীর - Bengal Education Minister Bratya Basu

সোমবার দার্জিলিংয়ের রিচমন্ড হিলে গোর্খা জনমুক্তি মোর্চা, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, জন আন্দোলন পার্টি, হামরো পার্টির নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর প্রত্যেক রাজনৈতিক দলের দাবি মেনে এদিন সক্রিয় পদক্ষেপ করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee Promises to give Darjeeling Hill her Full Support) ।

mamata-banerjee-promises-to-give-darjeeling-hill-her-full-support
Mamata on Darjeeling Development : পাহাড়ের উন্নয়নে ও পাহাড়বাসীর জন্য সবরকম সহযোগিতা করব, আশ্বাস মুখ্যমন্ত্রীর

By

Published : Mar 28, 2022, 7:38 PM IST

দার্জিলিং, 28 মার্চ : পাহাড়ে বসেই দুই জেলায় প্রাথমিক শিক্ষা সংসদ গড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) । আর মুখ্যমন্ত্রীর ওই পদক্ষেপে খুশি পাহাড়বাসী ।

সোমবার দার্জিলিংয়ের রিচমন্ড হিলে বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা (Gorkha Janamukti Morcha), অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (Bharatiya Gorkha Prajatantrik Morcha), হরকাবাহাদুর ছেত্রীর জন আন্দোলন পার্টি (Jana Andolon Party), অজয় এডওয়ার্ডয়ের হামরো পার্টির (Hamro Party) নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর প্রত্যেক রাজনৈতিক দলের দাবি মেনে এদিন সক্রিয় পদক্ষেপ করেন মুখ্যমন্ত্রী ।

পাহাড়ে বসেই দার্জিলিং ও কালিম্পং জেলার জন্য প্রাথমিক শিক্ষা সংসদ গঠন করেন । ফোনে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bengal Education Minister Bratya Basu) নির্দেশ দেন ওই বিষয়ে যাবতীয় সরকারি প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দেন । এদিন বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, দার্জিলিং জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান করা হল প্রাক্তন বিধায়ক রোহিত শর্মা ও কালিম্পং জেলার চেয়ারম্যান করা হয় হরকাবাহাদুর ছেত্রীকে । পাশাপাশি এদিন সদ্য নির্বাচিত দার্জিলিং পৌরসভার চেয়ারম্যান রীতেশ পোর্টেল ও হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ডকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী ।

মুখ্যমন্ত্রী বলেন, "পাহাড়ের চারটি প্রধান রাজনৈতিক দলের নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেছি । আমি জিটিএ নির্বাচন নিয়ে তাদের সঙ্গে কথা বলেছি । সকলেই চাইছে জিটিএ নির্বাচন হোক । মে মাসে পাহাড়ের আরও তিনটি পৌরসভার মেয়াদ শেষ হয়ে যাবে । দার্জিলিংয়ে ত্রিস্তর পঞ্চায়েত করার জন্য কেন্দ্রকে অনেকবার চিঠি দিয়েছি । সারা বাংলায় ত্রিস্তর পঞ্চায়েত হলে দার্জিলিংয়েও হওয়া উচিত । আমি খুশি যে প্রত্যেকে চাইছে যাতে পাহাড় হাসে । গোর্খা জনমুক্তি মোর্চা বাদে প্রত্যেকেই চায় যাতে নির্বাচন হোক । রোশন গিরিরা বলেছে তাঁরা কিছু প্রস্তাব দেবেন । জিটিএ, পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচন করতে প্রত্যেকে সহযোগিতা করবে বলে জানিয়েছে ।"

Mamata on Darjeeling Development : পাহাড়ের উন্নয়নে ও পাহাড়বাসীর জন্য সবরকম সহযোগিতা করব, আশ্বাস মুখ্যমন্ত্রীর

এরপর মুখ্যমন্ত্রী বলেন, "প্রত্যেকে স্থানীয় কিছু সমস্যার কথা জানিয়েছে । দু‘-তিন মাসের মধ্যে জিটিএ নির্বাচন হলেই সেসব সমস্যার সমাধান হয়ে যাবে । নির্বাচিত জনপ্রতিনিধিরা কাজ করুক ।" পাশাপাশি পাহাড়ের পর্যটনের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "পাহাড়ে এখন পর্যটকে ভরা । হোম স্টেগুলো পর্যন্ত ভর্তি । জুন মাস পর্যন্ত হোটেলের বুকিং ভর্তি রয়েছে । স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো ভাল কাজ করছে ।"

পাহাড়ের শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি বলেন, "পাহাড়ে আইটিআই কলেজে শিক্ষকের প্রয়োজন রয়েছে । আমি মুখ্যসচিবের সঙ্গে ওই বিষয়ে কথা বলেছি । ওই সমস্যার সমাধান করা হবে । পাহাড়ের উন্নয়ন ও পাহাড়বাসীর জন্য রাজ্য সরকার সবরকমভাবে সহযোগিতা করবে (Mamata Banerjee Promises to give Darjeeling Hill her Full Support) ।’’

আরও পড়ুন :Mamata on GTA Election : মে-জুনে জিটিএ নির্বাচন চান মমতা, গৌতম-পাপিয়াদের 'কথা কম বেশি কাজে'র পরামর্শ

ABOUT THE AUTHOR

...view details