শিলিগুড়ি, 15 অক্টোবর: হাসপাতালের ভিতরে কাজ করছিলেন এক শ্রমিক ৷ সেই সময় আউটডোরে তালা মেরে চলে যান স্বাস্থ্যকর্মীরা ৷ প্রায় চার ঘণ্টা পর তাঁর চিৎকার শুনে সেখানে এসে তাঁকে উদ্ধার করেন হাসপাতালের অন্য কর্মীরা ৷ শিলিগুড়ি জেলা হাসপাতালের ঘটনা ৷
হাসপাতালে আটকে নির্মাণ শ্রমিক, তালা মেরে চলে গেলেন স্বাস্থ্যকর্মীরা - দার্জিলিং
শিলিগুড়ি জেলা হাসপাতালের আউটডোরে আটকে তালা বন্ধ অবস্থায় আটকে পড়লেন এক নির্মাণ শ্রমিক ৷ চার ঘণ্টা পরে তাঁকে উদ্ধার করা হয় ৷
আজ বিকালের পর আচমকা চিৎকার-চেঁচামেচি শোনা যায় আউটডোরের ভেতর থেকে । যদিও বাইরে থেকে শিলিগুড়ি জেলা হাসপাতালে আউটডোর তালা বন্ধ ছিল । ফলে আউটডোরে বাইরে ভিড় জমান মানুষজন । প্রায় চার ঘণ্টা ধরে ভিতর থেকে কেউ একজন দরজা খোলার আবেদন জানাতে থাকেন । খবর যায় সুপারের চেম্বারে । কিন্তু চাবি ও স্বাস্থ্যকর্মীদের খুঁজতে গিয়েই বেশ কিছুটা সময় কেটে যায় ।
রাত আটটা নাগাদ খোলা হয় তালা । উদ্ধার করা হয় এক শ্রমিককে ৷ ওই শ্রমিক বলেন, ''নির্মাণ কাজ চলছে । রোজই কাজ করি।'' তিনি অভিযোগ করে বলেন, আজ কেউ একজন এসে তাঁকে না জানিয়েই বাইরে থেকে তালা দিয়ে দেয়। এর ফলেই তিনি আটকে পড়েন ৷