শিলিগুড়ি, ২ এপ্রিল : আগামীকাল মোদির সভায় আপনি আসছেন তো? প্রশ্ন শুনে চমকে গিয়েছিলেন শিলিগুড়ি বিধান মার্কেটের একাধিক ব্যবসায়ী। সামনে দাঁড়িয়ে তখন মিটিমিটি হাসছেন BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। আগামীকাল নরেন্দ্র মোদির সভা শিলিগুড়িতে। তার আগে শিলিগুড়ির ব্যস্ত বিধান মার্কেটে উপস্থিত হন কৈলাস বিজয়বর্গীয়। এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের মোদির সভায় যেতে আমন্ত্রণ জানাতেই সেখানে যান কৈলাস বিজয়বর্গীয়।
আমন্ত্রণ জানানোর মাঝেই ETV ভারতের প্রতিনিধির সঙ্গে কথা বলেন কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, "খুব ভালো সাড়া পাচ্ছি। আগামীকাল প্রচুর লোকসমাগম হতে চলেছে মোদির সভায়।"
ETV ভারতের প্রতিনিধীর সঙ্গে কথা বলেন কৈলাশ বিজয়বর্গীয় তিনি আরও বলেন, "আসন্ন নির্বাচনে চমৎকার করবেন মোদি। মোদির প্রতি আকর্ষণের কারণে ভালো ফল হবে।"
আজ শিলিগুড়িতে এসে নরেন্দ্র মোদির সভাস্থল তদারকি করে সন্ধ্যায় কৈলাস পৌঁছে যান শিলিগুড়ি বিধান মার্কেটে। নিরাপত্তারক্ষীদের নিয়ে বিভিন্ন দোকানে ঢুকতে শুরু করেন তিনি। ক্রেতা এবং বিক্রেতাদের হাতে এগিয়ে দেন দলীয় প্রার্থীকে ভোটদানের আবেদন সম্বলিত লিফলেট।
পরে তিনি বলেন, "সকলকে আগামীকালের সভায় আমন্ত্রণ জানাতে এসেছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে মোদিজিকে স্বাগত জানাবেন।" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন তিনি। বলেন, "যারা বলছেন চৌকিদার চোর তারা আসলে মহাচোর।"