শিলিগুড়ি , 19 অক্টোবর : শিলিগুড়িতে এলেন BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । সকাল সাড়ে এগারোটা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান তিনি । বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কৈলাস বিজয়বর্গীয় , লকেট চট্টোপাধ্যায়-সহ অন্য BJP নেতারা । ঢাক বাজিয়ে , পুষ্পবৃষ্টির মাধ্যমে তাঁকে স্বাগত জানানো হয় ।
শিলিগুড়িতে BJP নেতাদের সঙ্গে বৈঠকে জে পি নাড্ডা - J P Nadda
দুর্গাপুজোর আগে 17 অক্টোবর অমিত শাহের উত্তরবঙ্গ সফরে আসার কথা ছিল । কিন্তু কোনও কারণে সেই পরিকল্পনা বাতিল হয়ে যায় । পরিবর্তিত পরিস্থিতিতে আজ উত্তরবঙ্গ সফরে আসেন নাড্ডা ।
21 এর বিধানসভা নির্বাচনের আগে জেলায় দলের সাংগঠনিক দিক খতিয়ে দেখতে আজ উত্তরবঙ্গ সফরে আসেন জে পি নাড্ডা । এক BJP নেতা জানিয়েছেন , বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি 11 টা 50 মিনিট নাগাদ তিনি শিলিগুড়ির নৌকাঘাট মোড়ে যান । সেখানে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মালা দেন তিনি । এরপর প্রায় পৌনে দু'টো নাগাদ সেবক রোডের হোটেলে পৌঁছান তিনি । সেখানে তিনি BJP নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন । বৈঠকে রয়েছেন বাবুল সুপ্রিয় , লকেট চট্টোপাধ্যায় , মুকুল রায় , কৈলাস বিজয়বর্গীয় ও উত্তরবঙ্গের সাংসদ-রা । BJP নেতাদের সঙ্গে বৈঠকের পর বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন তিনি ।
দুর্গাপুজোর আগে 17 অক্টোবর অমিত শাহের উত্তরবঙ্গ সফরে আসার কথা ছিল । কিন্তু কোনও কারণে সেই পরিকল্পনা বাতিল হয়ে যায় । পরিবর্তিত পরিস্থিতিতে আজ উত্তরবঙ্গ সফরে আসেন নাড্ডা । 2019-এ লোকসভা ভোটে 42 টির মধ্যে 18টি আসন জিতে বাংলায় তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছে BJP । বাংলায় বিগত কয়েক বছরে BJP-র শক্তি ক্রমশ বাড়ছে । ফলে দলের নেতারা আত্মবিশ্বাস প্রকাশ করেছেন যে বিধানসভা নির্বাচনেই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের অবসান ঘটবে ।