পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Murder in Darjeeling: মেলায় গিয়ে বিবাদ, স্ত্রী'কে কুপিয়ে খুন করে আত্মসমপর্ণ স্বামীর - মেলায় যাওয়া নিয়ে বিবাদ

স্ত্রী বায়না ধরেছিল স্বামীকে মেলায় নিয়ে যেতে হবে ৷ সেমতো নিয়েও স্ত্রী কবিতাকে মেলাতে নিয়েও যায় স্বামী রঞ্জিত ৷ কিন্তু বাড়ি ফিরে এসে রাতে ফের এমন কী হল যাতে কবিতাকে কুপিয়ে খুন করল স্বামী! এরপরে ফাঁসিদেওয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করে সে।

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 15, 2023, 4:45 PM IST

স্ত্রীকে খুন করে থানায় আত্মসমপর্ণ স্বামীর

দার্জিলিং, 15 জুলাই: মেলায় যাওয়া নিয়ে বিবাদ। তার জেরে স্ত্রী'কে কুপিয়ে খুন করল স্বামী। খুনের পর থানায় আত্মসমর্পণ অভিযুক্তের। শুক্রবার রাতে হাড়হিম করা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের প্রত্যন্ত গ্রাম কোকরাজোতে। মৃতার নাম কবিতা সোরেন। তাঁকে খুনের অভিযোগ উঠেছে স্বামী রঞ্জিত সোরেনের বিরুদ্ধে। রঞ্জিত সোরেন পেশায় দিনমজুর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার থেকে ফাঁসিদেওয়া ব্লকে শুরু হয়েছে ভদ্রকালীর মেলা। মেলা বসার পর থেকেই স্ত্রী কবিতা স্বামীকে মেলায় নিয়ে যাওয়ার জন্য বায়না করতে থাকে। সেই নিয়ে বাড়িতে বেশ ঝামেলাও হয়। পরিবারের বাকি সদস্যরা মিলে সেই ঝামেলা থামান। শুক্রবার স্ত্রী'কে নিয়ে মেলায় যায় রঞ্জিত। কিন্তু সেখানে গিয়েও ঝগড়া বাঁধে স্বামী-স্ত্রী'র মধ্যে। যথাসময়ে মেলা থেকে ফিরে আসে দু'জনে। রাতে খাওয়াদাওয়া সেরে সকলেই ঘুমোতে যান নিয়মমাফিক। কিন্তু মাঝরাতে আচমকা এক চিৎকার শুনে রঞ্জিত সোরেনের বোন লক্ষ্মী সোরেন ঘর থেকে বেরোন।

বাইরে বেরিয়ে তিনি দেখেন ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় কবিতা সোরেন পড়ে রয়েছেন। এরপরেই চিৎকার শুরু করেন লক্ষ্মী। দাদার হাতে ধারালো অস্ত্র দেখতে পেয়ে তাকে আটকে দেন বোন। এরপরেই সেখান থেকে পালিয়ে যায় রঞ্জিত। পরে ফাঁসিদেওয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করে সে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফাঁসিদেওয়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ফাঁসিদেওয়া থানায় নিয়ে আসা হয়। শনিবার দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। মৃতার মা ফুলিয়া হেমব্রম বলেন, "ক'দিন আগে মেয়ের ফোন এসেছিল যে বাড়িতে ঝগড়া লেগেই রয়েছে। আমার যাওয়ার কথা ছিল। পরে সব ঠিক হয়েছিল। পরে আবার খবর পাই যে বাড়িতে ঝামেলা হয়েছে। আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল ওর। তারপরে ফোন আসে যে মেয়েকে খুন করেছে। কড়া শাস্তি হওয়া উচিৎ।"

আরও পড়ুন:জমি বিবাদের জেরে কাকাকে কুপিয়ে খুন ভাইপোর

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details