দার্জিলিং, 10 জুন: তীব্র গরমে হাসফাসঁ পরিস্থিতি শৈলরানির। বৃহস্পতিবার পর্যন্ত পাহাড়ে বেশ গরম ছিল । শুক্রবার থেকে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন হয়েছে । আকাশ মেঘলা তাছাড়া বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হয়েছে বেশ কয়েক জায়গায় । কিন্ত গরমের ছুটির মেয়াদ বৃদ্ধি করায় পর্যটকদের ব্যাপক ঢল নামে পাহাড় জুড়ে। পর্যটকদের ভিড়ে হোটেলে রুম মেলাই দায় হয়ে দাঁড়িয়েছে । প্রায় 27 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে তাপমাত্রা ৷ তাই পাহাড়ে গিয়েও সেরকম স্বস্তি মিলছিল না পর্যটকদের । কিন্তু তাতেও পর্যটকদের ঢল নেমেছে।
পর্যটকদের আগমনের ফলে আগামী সপ্তাহ পর্যন্ত পাহাড়ের সমস্ত হোটেল, হোমস্টেতে জায়গা নেই । পর্যটক আগমনের ফলে মে মাসেই রেকর্ড আয় করেছে দার্জিলিং-হিমালয়ান রেল । ঢল নেমেছে দার্জিলিং চিড়িয়াখানাতেও । পাহাড়ে গরম থাকলেও জুন জুড়ে পর্যটকদের আনাগোনা ভালোই হবে বলে মনে করছে পর্যটন ব্যবাসায়ীরা ।
জানা গিয়েছে, মে মাসে জয় রাইড থেকে কোটি টাকার উপর আয় করেছে দার্জিলিং-হিমালয়ান রেল । অন্যদিকে, যেখানে গড়ে এই সময় দার্জিলিং চিড়িয়াখানায় 3 হাজার পর্যটক আসতো তা বেড়ে 5 হাজার পর্যন্ত হয়েছে বলে জানান চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি । তীব্র গরমের মধ্যেও এই বছর পর্যটন দারুন সাড়া ফেলেছে । জুন মাসের শেষ সপ্তাহ পর্যন্ত 60 শতাংশ হোটেল ও হোম স্টের বুকিং হয়ে গিয়েছে ।